‘সব দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে’
এশিয়া কাপে উড়তে থাকা ভারতের সামনে অন্য সব দলকেই মনে হচ্ছে বেশ খানিকটা পিছিয়ে থাকা। তবে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স ভাবছেন ভিন্ন। তিনি মনে করেন টুর্নামেন্টে সবগুলো দলই ভারতকে হারানোর সামর্থ্য রাখে, বাংলাদেশও ব্যতিক্রম না।
বুধবার দুবাইতে সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হবেন লিটন দাসরা। ভারত যেমন খেলছে ভক্ত-সমর্থকরাও তাদের বিপক্ষে জেতার আশা দেখছেন না।
সিমন্স মনে করেন ভারত গোটা টুর্নামেন্টে কে খেলেছে সেটা নয়, বুধবার কি হতে পারে সেদিকেই মন দিচ্ছেন তারা, 'প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। খেলাটা নির্দিষ্ট দিনে হয়। ভারত ইতোমধ্যে কী করল সেটা বিবেচ্য নয়, বুধবার কী হবে সেটাই মুখ্য। সাড়ে তিন ঘণ্টা সময়ের মধ্যে কী হবে সেটাই আসল। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলতে। আমরা চেষ্টা করব তাদের ভুল করাতে। এভাবেই জিততে পারি।'
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ দেখায় ভারতকে একবারই হারাতে পেরেছে বাংলাদেশ, সেটাও দ্বি-পাক্ষিক সিরিজের এক ম্যাচে। বহুজাতিক আসরে কুড়ি ওভারে ভারত থেকে গেছে অধরা। এই দলের সামনে পড়ে জেতার জন্য দলের চাই বিশ্বাসের ভিত। সিমন্স বলছেন সেটা তাদের পুরোপুরি আছে, 'অবশ্যই বিশ্বাস থাকতে হবে। আমরা নিজেদের মধ্যে বসেছি, আমাদের মধ্যে যথেষ্ট বিশ্বাস আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি মোমেন্টাম পাই সেটা ধরে সুযোগ কাজে লাগাবো। আমরা ভারতে বিপক্ষে জেতার সুযোগ পাব।'


Comments