অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক

Mosaddek Hossain Saikat

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার হলেও বিপিএলের ড্রাফটে মোসাদ্দেক হোসেন সৈকতকে নেয়নি কোন দল। এই অফ স্পিনিং অলরাউন্ডার এবার বিপিএলে তাই ছিলেন দর্শক। অবশেষে দর্শক থেকে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি। ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে তাকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে আসিফ হাসানের বদলি হিসেবে অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেককে নিয়েছে তারা। বিপিএলের এগারতম আসর তাই মাঠের বাইরে থেকে দেখার আক্ষেপ থেকে মুক্ত হচ্ছেন তিনি। ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। সুজনের অধীনে এর আগে অনেকগুলো দলে খেলেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে সুজনের অধীনে কেটেছে তার লম্বা সময়। মোসাদ্দেককে দলে নেওয়ার পেছনে সুজনের ভূমিকা অনুমিত।

বিপিএলের শুরু থেকে প্রায় সব আসরেই খেলেছেন মোসাদ্দেক। তার অফ স্পিন বোলিং বাংলাদেশের উইকেটগুলোতে কার্যকর, সেই সঙ্গে মিডল অর্ডারে তার ব্যাটিংও জুতসই এসব আসরে। বিপিএলের আগে হওয়া জাতীয় লিগের টি-টোয়েন্টি আসরে দুই ম্যাচ খেলেন মোসাদ্দেক। এরমধ্যে কোয়ালিফায়ার ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে ফাইনালে তুলতে রাখেন ভূমিকা।  স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোসাদ্দেকের। তাতে ২১০৮ রান ও ৬৪ উইকেট আছে এই ডানহাতির।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago