আবারও প্রশ্নবিদ্ধ হলো আলিসের বোলিং অ্যাকশন

alis al islam

২০১৯ সালে বিপিএলে নিজের প্রথম আসরেই বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিলো আলিস আল ইসলামের, এরপর অ্যাকশনের পরীক্ষায় উৎরাতে না পেরে নিষিদ্ধও হয়েছিলো তার বোলিং। এই অফ স্পিনার অ্যাকশন শুধরে খেলাও ফিরলেও আবারও একই কারণে প্রশ্নের মুখে পড়ে গেলেন।

নির্বাচক হান্নান সরকার আলিসের অ্যাকশন রিপোর্টেড হওয়ার খবর দিয়েছেন। ব্রডকাস্টার চ্যানেলে হান্নান বলেন, 'আলিসের বিষয়টা শেয়ার করতে পারি। তার বোলিং অ্যাকশন নিয়ে একটা রিপোর্ট কিন্তু জমা হয়েছে।'

বুধবার চিটাগাং কিংস প্রশ্নবিদ্ধ অ্যাকশনের আলিসকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাদশে রেখেছে। আগামী ২৫ জানুয়ারি অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আলিসকে।

গত ১৭ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে আলিসের অ্যাকশন প্রশ্নের মুখে পড়ে। এই ব্যাপারে আম্পায়াররা রিপোর্ট জমা দিয়েছেন।

চলমান বিপিএলে ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে অবদান রাখেন আলিস।

বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে  বলেন, 'কারো অ্যাকশন আম্পায়াররা সন্দেহ করে রিপোর্ট করলে তাকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। সেই পরীক্ষা হবে ২৫ জানুয়ারি।'

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

5h ago