বিপিএল

ঢাকার ক্রিকেটারদের ছুটি দিল রাজশাহী

ছবি: স্টার

নানা নেতিবাচক কারণে খবরের শিরোনাম হওয়া দুর্বার রাজশাহী টিকে আছে বিপিএলের প্লে-অফে ওঠার লড়াইয়ে। লিগ পর্বে তাদের ম্যাচ ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ায় অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে আছে তারা। আপাতত খেলা না থাকায় যেসব ক্রিকেটার ঢাকায় বসবাস করেন, তাদেরকে তিন দিনের ছুটি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাকি খেলোয়াড় ও স্টাফরা থাকবেন টিম হোটেলেই।

চলতি বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক সময়মতো পরিশোধ না করার ইস্যুতে বারবার আলোচনায় এসেছে রাজশাহী। চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেন দলটির ক্রিকেটাররা। সাময়িক সমাধানের পর ঢাকা পর্বে ফের দেখা দিয়েছে আরও সমস্যা। ঘটেছে নজিরবিহীন একটি ঘটনা। টাকা না পাওয়ায় গত রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ থাকলেও মাঠে যাননি রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা। বিপিএলের নিয়ম অনুসারে, একাদশে সর্বনিম্ন দুজন বিদেশি খেলানোর বিধান থাকলেও দলটিকে বিশেষ ছাড় দেওয়া হয়। দেশিদের নিয়েই খেলে তারা।

বিসিবি আশ্বাস দেওয়ায় পরদিন লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিদেশিরা মাঠে নামেন। তবে এখনও পারিশ্রমিক নিয়ে জটিলতা কাটেনি রাজশাহীর। দলটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রিকেটার আগের দিন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, রংপুরের বিপক্ষে ম্যাচের দিন স্থানীয় খেলোয়াড়দের যে চেক দেওয়া হয়েছিল, সেগুলো বাউন্স করেছে। শুধু তাই নয়, এখন পর্যন্ত দৈনিক ভাতাও পাননি তারা। ঢাকা পর্বের শুরুতে টিম হোটেল পাল্টানো নিয়েও ঝামেলা হয়েছে রাজশাহীর ক্রিকেটারদের।

মাঠের বাইরের এসব কলঙ্কজনক ঘটনার মাঝেও বিপিএলের প্লে-অফে খেলার সম্ভাবনা রয়েছে রাজশাহীর। ১২ ম্যাচে ছয়টি জয়ে তাদের অর্জন ১২ পয়েন্ট। যার মধ্যে শেষ তিনটি ম্যাচে টানা জিতেছে তারা। রাজশাহীর সঙ্গে শেষ চারে ওঠার লড়াইয়ে আরও আছে চিটাগং কিংস, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। এদের মধ্যে যে কোনো দুটির কপাল খুলবে। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর ও ফরচুন বরিশাল।

শেষমেশ রাজশাহী প্লে-অফের টিকিট পেলেও আগামী ৩ ফেব্রুয়ারির আগে তাদের কোনো ম্যাচ নেই। অর্থাৎ মাঝে ছয় দিনের বিরতি। তাই ঢাকার বাসিন্দা ক্রিকেটারদের অনুরোধের ভিত্তিতে ছুটি মঞ্জুর করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, 'কয়েকজন ক্রিকেটারের অনুরোধের প্রেক্ষিতে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদেরকে তিন দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুরোধটি মূলত ঢাকায় বসবাসকারী খেলোয়াড়দের পক্ষ থেকে করা হয়েছিল। তবে যারা ঢাকার বাইরে থাকেন, তারা বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে ঢাকার টিম হোটেলেই থাকবেন। ঢাকায় বসবাসরত খেলোয়াড়রাও যে কোনো দিন টিম হোটেলে চেক-ইন করতে পারবেন।'

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

'Second uprising, this time against corruption'

Says Jamaat chief at party's grand rally at Suhrawardy Udyan

34m ago