চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে বোলিংয়ে পাঠালেন স্যান্টনার

ছবি: এএফপি

টস জিতলেন মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডের অধিনায়ক বেছে নিলেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ফিল্ডিং পাওয়া দক্ষিণ আফ্রিকার দলনেতা টেম্বা বাভুমা জানালেন, টস হারায় চিন্তিত নন তিনি। তবে জিতলে তিনিও প্রথমে ব্যাট করার পথে হাঁটতেন।

বুধবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল তিনটায়। এই লড়াইয়ের জয়ী দল আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে মোকাবিলা করবে ভারতকে।

একাদশে কোনো পরিবর্তন আনেনি 'এ' গ্রুপে রানার্সআপ হওয়া কিউইরা। 'বি' গ্রুপের সেরা প্রোটিয়াদের একাদশে বদল এসেছে একটি। অসুস্থতা থেকে সেরে ফিরেছেন অধিনায়ক বাভুমা। তাকে জায়গা ছেড়ে দিয়েছেন ট্রিস্টান স্টাবস।

১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর ২০০০ সালে পরবর্তী আসর গড়িয়েছিল কেনিয়ায়। সেবার ভারতকে পরাস্ত করে শিরোপা উঁচিয়ে ধরেছিল নিউজিল্যান্ড।

দক্ষিণ আফ্রিকা একাদশ: রায়ান রিকেলটন, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইল ও'রোর্ক।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago