শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’: দেশের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, রেলপথ অবরুদ্ধ

প্রতীকী ফাঁসির দড়ি গলার কোটা বিরোধী এক শিক্ষার্থী। ছবি: প্রবীর দাশ/স্টার

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বুধবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'র ব্যানারে 'বাংলা ব্লকেডের' অংশ হিসেবে সারাদেশে এ কর্মসূচি পালিত হচ্ছে।

ঢাকার শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, চানখারপুল, সায়েন্সল্যাব মোড়, আড়ারগাঁও এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

এ ছাড়া, পাবনা, গাজীপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

সকালে রাজধানীর সায়েন্সল্যাব এলাকার সড়ক অবরোধ করেন ঢাকা কলেজ ও এর আশপাশের প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী।

তারা সকাল সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। ব্যস্ত মোড়ে শিক্ষার্থীদের এই অবরোধের ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের।

শিক্ষার্থীরা এ সময় 'মেধাভিত্তিক নিয়োগ চাই, প্রতিবন্ধী ছাড়া কোটা নাই', 'শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'মেধাবীদের কান্না, আর না'সহ নানান স্লোগান দেন।

শিক্ষার্থীদের আন্দোলনস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ছবি: প্রবীর দাশ/স্টার

আন্দোলনরত শিক্ষার্থীরা বাস, প্রাইভেটকার, রিকশাসহ সব ধরনের পরিবহন আটকে দিলেও অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিচ্ছে।

আগারগাঁও মোড় অবরোধ করে কর্মসূচি পালন করছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আগারগাঁও মোড়ে শিক্ষার্থীদের অবরোধ। ছবি: আরাফাত রহমান/স্টার

সকাল সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরিগেট এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা বিভক্ত হয়ে মহাসড়কের প্রান্তিক গেট ও এমএইচ হল সংলগ্ন গেট অবরোধ করে বিক্ষোভ করেন।

ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।'

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের ভেতরে জব্বারের মোড় এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছে।

ময়মনসিংহ রেল স্টেশনের সুপারিনন্টেন্ড নাজমুল হক খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং এই রুটের ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকরা পরেছে।'

খুলনা নগরীর খালিশপুর নতুনরাস্তা মোড়ে রেল থামিয়ে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় রেললাইন অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সহিদুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে তারা রেললাইন অবরোধ করেন।

তিনি বলেন, 'অবরোধের কারণে ঢাকা ও দেশের অন্যান্য অংশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং ট্রেন যোগাযোগ পুনরায় চালু করার চেষ্টা করছি।'

বিক্ষোভকারীরা রেললাইনে অবস্থান নিয়ে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে স্লোগান দিচ্ছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আন্দোলন করছেন।

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাবি শিক্ষার্থীরা। ছবি: আকলাকুর রহমান/স্টার

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে অবরোধ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা।

'বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই'সহ নানান স্লোগানে ডুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে কোটাবিরোধী স্লোগান দিয়ে তারা রাজপথে অবস্থান নেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমানুল্লাদ বলেন, 'কোটা সংস্কার না হলে আমরা পুরো রাজশাহী অবরোধ করে রাখব।'

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে অবরোধ করে রেখেছেন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক। এর ফলে মহাসড়কটির দুপাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পরে।

শিক্ষার্থীদের ভাষ্য, দাবি না মানা পর্যন্ত তারা কঠোর আন্দোলন চালিয়ে যাবেন।

কোটাব্যবস্থা বাতিলের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি ক্রসিং এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর কাজী ওমর সিদ্দিকী জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন কার্যক্রমকে বাধা দেয়নি।

Comments

The Daily Star  | English

15-minute-long battle against smoke, fire, fear

When a fire broke out at the Arian Fashion garment factory in the capital’s Rupnagar area on Tuesday morning, four people, including 15-year-old Mohammad Hossain, were trapped on the third floor.

3h ago