ঢাবিতে ‘লাল জুলাই: কথা ক আওয়াজ উডা’ গণ-পরিবেশনা

থিয়েটার ওয়েভের পরিবেশনা। ছবি: পলাশ খান/স্টার

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে চিন্তা ও সৃজনশীলতার চর্চা ও মুক্ত প্রকাশ, নারীর দ্রোহী কণ্ঠস্বর, বিভিন্নতার সহাবস্থান, সাংস্কৃতিক মুক্তির সংলাপ ও গণতান্ত্রিক সংস্কৃতির আকাঙ্ক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'লাল জুলাই: কথা ক আওয়াজ উডা' শীর্ষক উন্মুক্ত সাংস্কৃতিক গণ-পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই অনুষ্ঠান শুরু হয়।

ছবি: পলাশ খান/স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজের আয়োজনে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে পরিবেশিত হয় রাজনৈতিক নাট্য, সংগীত, আবৃত্তিমূলক পরিবেশনা ও শিক্ষক-শিক্ষার্থীদের বক্তৃতা।

ছবি: পলাশ খান/স্টার

অনুষ্ঠানে মো. লাহুল মিয়ার রচনা ও নির্দেশনায় '404: নাম খুঁজে পাওয়া যায়নি' এবং ধীমান চন্দ্র বর্মনের ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় 'মুখোমুখি' নামে দুটি নাটকের অংশবিশেষ প্রদর্শিত হয়। 

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago