হল ছাড়ার নির্দেশনা বাতিলসহ ৬ দাবি বাকৃবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয়ের আমতলায় সংবাদ সম্মেলনে করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: আমিনুল ইসলাম/স্টার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে এবার ছয় দফা দাবি দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় সংবাদ সম্মেলনে করে শিক্ষার্থীরা তাদের ছয় দাবি জানান।

দাবিগুলো হলো–

১. অবৈধভাবে হল ভ্যাকেন্টের নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে।

২. হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবচ্ছিন্ন রাখতে হবে।

৩. এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর শিক্ষকদের মদদে বহিরাগত দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

৪. বহিরাগতদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

৫. হামলার সঙ্গে জড়িত শিক্ষক ও বহিরাগতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

৬. গত ১ মাস ধরে চলমান আন্দোলনের দাবি অনুযায়ী, অবিলম্বে একক কম্বাইন্ড ডিগ্রির দিতে হবে। তিনটি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আন্দোলনরত পক্ষে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহসানুল হক হিমেল সংবাদ সম্মেলনে এসব দাবির কথা তুলে ধরেন।

তিনি বলেন, 'এই ছয় দফা দাবি দ্রুত মেনে না নিলে পুরো বাকৃবি লকডাউন ও ব্ল্যাকআউট করে দেওয়া হবে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না।'

এর আগে, সকালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেটের আশপাশে জড়ো হন।

এ সময় শিক্ষার্থীরা 'রাজপথ ছাড়ি নাই', 'রাজপথ ছাড়বো না', 'প্রশাসনের গদিতে আগুন জ্বালো' ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

6h ago