কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে ডা. ধনদেব বর্মণের বাগবিতণ্ডা। ছবি: ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে আগের পদে বহাল করা হয়েছে।

ইতোমধ্যে তিনি কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

মমেক হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শোকজের জবাবে সন্তুষ্ট হয়ে ধনদেব চন্দ্র বর্মণকে ক্ষমা করে দিয়েছেন ডিজি। ফলে আজ থেকেই তিনি কাজে যোগ দিয়েছেন।'

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মমেক হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। পরে হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চান তিনি। এসময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণ তার সঙ্গে তর্কে জড়ান। এ কারণে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

23m ago