চাকসু নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তফসিল অনুযায়ী, চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২ অক্টোবর।
এ কে এম আরিফুল হক বলেন, 'দুপুর ২টায় নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে চাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। গতকাল মতবিনিময় সভায় প্রার্থীরা এ দাবি জানিয়েছিলেন।'
অধিকাংশ প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
নির্বাচন কমিশনের সদস্যসচিব আরও বলেন, 'তাদের অনুরোধের মূল কারণ ছিল তারা প্রচারণার জন্য মাত্র ৫ দিন সময় পাচ্ছে। আগামী বৃহস্পতিবার প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। এরপর যখন খুলবে তারপরে তারা মাত্র ৫ দিন সময় পাবে প্রচারণার জন্য। এ কারণের তারা আমাদের কাছে অনুরোধ করেছিলেন নির্বাচনের সময় দুয়েকদিন পেছাতে।'
দীর্ঘ ৩৫ বছর পর গত ২৮ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২ অক্টোবর।
এর আগে, গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ ২৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়।
Comments