রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন।

আগামী ১৬ জানুয়ারি সি ইউনিট, ১৭ জানুয়ারি এ ইউনিট ও ২৪ জানুয়ারি বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা হবে দুই শিফটে—সকাল ১১টা থেকে দুপুর ১২টা ও দুপুর ৩টা থেকে বিকেল পর্যন্ত।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এই তথ্য জানিয়েছেন।

এদিন দুপুরে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স রুমে ভর্তি উপকমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago