সবাইকে নিয়ে কাজ করতে চান রাকসুর নবনির্বাচিত ভিপি-জিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
আজ শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
মোট ২৩টি পদের মধ্যে শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট ২০টিতে বিজয়ী হয়েছে।
ফল ঘোষণার পর মিলনায়তনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ বলেন, এই নির্বাচনে অনেক যোগ্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজয়ী ও পরাজিত সবার মতামত ও সহযোগিতা নিয়েই আমরা সুন্দর ক্যাম্পাস গড়তে চাই।
তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের রায় অনুযায়ী কাজ করব। যারা জিততে পারেননি, তাদের সংখ্যা হয়তো বেশি, কিন্তু আমি আশাবাদী তারা আমাদের পূর্ণ সহযোগিতা করবেন।
অন্যদিকে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, আমার ম্যান্ডেট একটাই, শিক্ষার্থীরা। আমি কোনো অবস্থাতেই সেই ম্যান্ডেটের বাইরে যাব না, ইনশাআল্লাহ।
গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেওয়া আম্মার ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন তার মা পাশে ছিলেন।
আম্মার আরও বলেন, এক বছর পর যখন আমার মেয়াদ শেষ হবে, তখন সবাই আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমার কেমন লাগছে। যদি দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি, আমি তখন গর্ব করে বলব, আমি সম্মানের সঙ্গে এই দায়িত্ব পালন করেছি। কিন্তু যদি ব্যর্থ হই, আল্লাহ যেন তা না হতে দেন। আমি যেভাবে সম্মানের সঙ্গে আজ দায়িত্ব নিচ্ছি, তেমনি সম্মানের সঙ্গেই দায়িত্ব শেষ করতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আম্মারের মা বলেন, আমি ছোটবেলা থেকেই আদর্শ ও শিক্ষার ভিতর দিয়ে তাকে বড় করেছি। সে যেন সেই মূল্যবোধ ধরে রেখে শিক্ষার্থীদের রায়ের প্রতি অনুগত থাকে।
Comments