২ হলের নাম পরিবর্তনের দাবিতে উপাচার্য অফিস ঘেরাও কর্মসূচি ডাকসু ভিপির
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম আগামীকাল রোববার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছেন।
বিশ্ববিদ্যালয়টির শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডাকসু জানিয়েছে, 'ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করা'র অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
ডাকসুর ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়েছে, 'মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল করা, ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল এবং জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে' উপাচার্য অফিস ঘেরাও করা হবে।
এই ঘোষণার প্রতিক্রিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সহ-সভাপতি তাসনিম আক্তার আলিফ নাবিলা ফেসবুক পোস্টে আপত্তি প্রকাশ করে বলেন, ডাকসু হলের শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ না করেই এই ঘোষণা দিয়েছে।
তিনি বলেন, 'আমি ফজিলাতুন্নেসা মুজিব হলের সহ-সভাপতি। আমার হলের নামকরণের বিষয়সহ ছাত্রীদের সম্মিলিত সিদ্ধান্ত, ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত।'
তিনি আরও বলেন, 'ডাকসু আমার হলের কারও সঙ্গে কথা না বলেই এই পোস্টটি করেছে। এর উত্তর কি কারো কাছে আছে?'
তিনি যোগ করেন, হলের বেশিরভাগ শিক্ষার্থী চান এটি ক্যাপ্টেন সিতারা বেগমের নামে হোক, অথবা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী এবং বাঙালি নারীদের প্রতিরোধ ও সংগ্রামের প্রতীক নারীদের নামে হোক।


Comments