ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এবং ঢাবি শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি।

আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে রেখেই কেন্দ্রীয় ছাত্রদলের ৩০২ সদস্যের কমিটি করা হয়েছে।

এর আগে, গত ১৭ এপ্রিল ছাত্রদলের আগের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এদিকে, খোরশেদ আলম সোহেলকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি করা হয়েছে।

খোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষ আর আরিফুল ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র। দুজনই বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

সর্বশেষ ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিলেন তৎকালীন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। সেসময় রাকিবুল ইসলাম রাকিবকে আহ্বায়ক ও আমান উল্লাহ আমানকে সদস্য সচিব করে ৯১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে বর্ধিত কমিটিতে আরও ১৯ জনকে যুগ্ম-আহ্বায়ক এবং ১৩ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।

Comments

The Daily Star  | English
The Costs Of Autonomy Loss of Central Bank

Bangladesh Bank’s lost autonomy has a hefty price

Economists blame rising bad debt, soaring prices and illicit fund flows on central bank’s waning independence

13h ago