বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৪: বর্ষসেরা নারী উদ্যোক্তা সাদিয়া হক

এ বছরের বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে 'বর্ষসেরা নারী উদ্যোক্তা'র পুরস্কার পেয়েছেন শেয়ারট্রিপ-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক।
বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতিতে অসাধারণ অবদানের স্বীকৃতি ও সম্মান জানাতে প্রতি বছর ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ ও দ্য ডেইলি স্টার যৌথভাবে এ পুরস্কার আয়োজন করে। এটি এই পুরস্কারের ২৩তম আয়োজন।
সাদিয়া হক বাংলাদেশের ট্রাভেল-টেক খাতে একজন পথপ্রদর্শক। গ্রামীণফোন, নোকিয়া, বাংলালিংক ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টে সফল করপোরেট ক্যারিয়ার ছেড়ে তিনি উদ্যোক্তা হওয়ার অনিশ্চিত পথে হাঁটতে শুরু করেন। ভ্রমণকে সহজ ও আরও সাশ্রয়ী করার লক্ষ্যে তার এই যাত্রা।
সাদিয়া ও তার স্বামী কাশেফ রহমান ২০১৪ সালে 'ট্রাভেল বুকিং বাংলাদেশ' দিয়ে তাদের যাত্রা শুরু করেন। সেখানে তারা মূলত অফলাইন ভ্রমণ সেবা দিতেন।
কম বাজেটের ভ্রমণ পরিকল্পনার ঝামেলা ও তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে একটি পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মের স্বপ্ন দেখেন। ২০১৯ সালে তারা ব্র্যান্ড পরিবর্তন করে 'শেয়ারট্রিপ' চালু করেন, যা বাংলাদেশে প্রথম পূর্ণ-স্ট্যাক ডিজিটাল ট্রাভেল সলিউশন, অ্যাপ, ওয়েবসাইট এবং ফ্লাইট, হোটেল ও ট্যুরসহ বান্ডেল সেবা দিয়ে থাকে।
শুরুতে নানা প্রতিকূলতা ছিল। কেননা, এই বাজার মূলত অফলাইন এজেন্টদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কিন্তু, শেয়ারট্রিপ তার উদ্ভাবনের মাধ্যমে আলাদা জায়গা তৈরি করে নেয়।
করোনা মহামারীর ছিল তাদের জন্য টার্নিং পয়েন্ট। সেই সময়েই ডিজিটাল মাধ্যমের প্রতি মানুষ অনেক দ্রুত অভ্যস্ত হয়ে ওঠে। এতে করে শেয়ারট্রিপের বি২বি প্ল্যাটফর্ম ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম এসটি রুমস চালু করতে সহায়ক হয়।
সাদিয়ার নেতৃত্বে শেয়ারট্রিপ সাড়ে ১১ মিলিয়নেরও বেশি তহবিল সংগ্রহ করেছে, 'এসটিপে' ফিনটেকে প্রবেশ করেছে এবং দুবাইয়ে শাখা অফিস খোলার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে।
বর্তমানে কোম্পানির অ্যাপ ডাউনলোড করা রয়েছে দেড় মিলিয়নেরও বেশি এবং এটি বিভিন্ন পুরস্কার অর্জন করেছে—যার মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডসের 'লিডিং অনলাইন ট্রাভেল এজেন্সি'।
সাদিয়া একজন নারী টেক ফাউন্ডার হিসেবে পুরুষ-প্রধান এই শিল্পের সব সীমাবদ্ধতা ভেঙে দিয়েছেন। প্রমাণ করেছেন, দৃঢ়তা ও উদ্ভাবন পরিবর্তন আনতে পারে।
তার যাত্রা কেবল ভ্রমণের নয়—এটি একটি ইকোসিস্টেম তৈরির, পরিবর্তনকে গ্রহণ করার এবং শখকে প্রভাবশালী উদ্যোগে রূপান্তর করার গল্প।
Comments