এবার বলিউডে অভিষেক হচ্ছে গোবিন্দপুত্রের

বলিউড, গোবিন্দ, যশবর্ধন আহুজা,
যশবর্ধন আহুজা। ছবি: সংগৃহীত

বলিউডের খ্যাতিমান অভিনেতা গোবিন্দ। গত ৩৫ বছর ধরে অভিনয় ও নৃত্য দিয়ে দর্শকদের মাতিয়েছেন এই অভিনেতা। এবার তার ছেলের পালা! শোনা যাচ্ছে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে গোবিন্দর ছেলে যশবর্ধন আহুজা। নতুন বছরে যশবর্ধন আহুজাকে দেখা যাবে সিনেমার পর্দায়।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিঙ্কভিলা বলছে, হিন্দি চলচ্চিত্র শিল্পের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সাই রাজেশের আগামী সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে যশবর্ধন আহুজার। সিনেমাটি মূলত রোমান্টিক ঘরোনার।

সূত্র জানিয়েছে, 'এখনো নাম ঠিক না হওয়া প্রেমের গল্পটি গোবিন্দের উত্তরাধিকারের দ্বিতীয় প্রজন্মকে বড় পর্দায় নিয়ে আসবে। যশবর্ধন সিনেমাটির জন্য অডিশন দিয়েছিলেন এবং নিজের যোগ্যতায় তিনি সুযোগ পেয়েছেন। সিনেমাটি পরিচালনা করবেন সাই রাজেশ এবং প্রযোজনা করবেন মধু মান্তেনা আল্লু অরবিন্দ।'

সূত্রটি পিঙ্কভিলাকে জানিয়েছে, সিনেমাটির জন্য একজন নারী অভিনয়শিল্পীর খোঁজ চলছে। কারণ নির্মাতারা চাইছেন, দর্শকের সামনে একটি নতুন জুটিকে হাজির করতে।

সূত্রের তথ্য মতে, সিনেমাটির নারী চরিত্র খুঁজতে অডিশন নিচ্ছেন মুকেশ ছাবরা। কাস্টিং ডিরেক্টর এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি অডিশন ক্লিপ পেয়েছেন। ২০২৫ সালের গ্রীষ্মের মধ্যে নির্মাতারা সিনেমাটির শুটিং শুরু করতে চান। এজন্য যত দ্রুত সম্ভব নারী চরিত্র খুঁজে বের করার চেষ্টা চলছে।

সাই রাজেশ প্রযোজকদের সাথে প্রেমের গল্পের জন্য একটি আসল এবং প্রাণবন্ত সঙ্গীত অ্যালবাম তৈরি করার দিকে কাজ করছেন, কারণ প্রেমের গল্পে গানের প্রয়োজনীয়তা বোঝার জন্য। ফিল্মের আরও আপডেটের জন্য পিঙ্কভিলার সাথে থাকুন।

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

9h ago