সৌদি আরবে দেখানো হবে ‘দামাল’

‘দামাল’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে ভারতীয় দূতাবাসে বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 'অ্যাম্বাসেডর চয়েস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' এ দেখানো হবে বাংলাদেশি সিনেমা 'দামাল'।

আগামী ৮ ডিসেম্বর উৎসবে এই সিনেমাটি দেখানো হবে।

ফরিদুর রেজা সাগরের লেখা কাহিনী অবলম্বনে 'দামাল' সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, আগামীকাল ২৪ নভেম্বর থেকে এই উৎসব শুরু হবে। ৮ ডিসেম্বর 'দামাল' সিনেমার প্রদর্শনীতে বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন।

দামাল সিনেমায় শরীফুল রাজ, সিয়াম, মিম ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, সুমিত, সাঈদ বাবু, শাহনাজ সুমি, সামিয়া অথৈ, পূজা ক্রুজ, সারওয়াত আজাদ বৃষ্টিসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

1h ago