৫২ বছর পেরিয়েও ফুরোয়নি মুক্তিযুদ্ধের এই সিনেমার আবেদন

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সিনেমা 'ওরা ১১ জন'। সিনেমাটি পরিচালনা করেছেন প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম। প্রযোজনা করেন চলচ্চিত্র নায়ক সোহেল রানা ওরফে মাসুদ পারভেজ। স্বাধীন বাংলাদেশের মুক্তি পাওয়া প্রথম সিনেমা ছিল এটি। একইসঙ্গে মুক্তিযুদ্ধের সিনেমা হিসেবেও স্বাধীন বাংলাদেশের প্রথম সিনেমা এটি।

১৯৭২ সালের ১১ আগস্ট এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। আজ এই সিনেমার মুক্তির ৫২ বছর।

'ওরা ১১ জন' সিনেমার অভিনয়শিল্পীরা হলেন—মুক্তিযোদ্ধা খসরু, নায়ক রাজ্জাক, শাবানা, নূতন, সৈয়দ হাসান ইমাম, সিদ্দিক জামাল নান্টু, এটিএম শামসুজ্জামান, খলিলউল্লাহ খান, সুমিতা দেবী, রওশন জামিল প্রমুখ।

খসরু অভিনয় করেন তার নামেই। রাজ্জাক অভিনীত চরিত্রের নাম পারভেজ। শাবানা অভিনীত চরিত্রের নাম মিতা। নূতন অভিনয় করেন শিলা চরিত্রে। পাকিস্তানি আর্মি অফিসারের চরিত্রে খলিল এবং এটিএম শামসুজ্জামান অভিনয় করেন বেজার আলী রাজাকারের চরিত্রে।

'ওরা ১১ জন' সিনেমার প্রথম দৃশ্য শুরু হয় একটি গান দিয়ে। দেশাত্মবোধক গানটি হচ্ছে—'ও আমার দেশের মাটি...'। গানটি বাজছে আর গ্রামে প্রবেশ করছেন খসরু। ৫২ বছর পরও এই সিনেমার আবেদন ফুরোয়নি। এখনো নতুন প্রজন্ম সিনেমাটি দেখে চোখের পানি ফেলেন।

প্রথম দৃশ্যটি এরকম—গান শেষ হয়, তারপর খসরু বাড়িতে ঢোকেন। তার মা বলেন, 'খোকা এসেছিস বাবা? মিতাকে আনলি না?'

খসরু বলেন, 'না। মেডিকেল কলেজের ব্যাপার-স্যাপার তো। ওকে আনতে গেলে আমারই আসা হতো না, তাই একটা চিঠি লিখে এসেছি।'

এই সিনেমায় সাবিনা ইয়াসমিনের কণ্ঠে একটি গান আছে। গানটি হচ্ছে—'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা...'। এই গানের দৃশ্য যেসব দর্শকরা দেখেছেন, নীরবে কেঁদেছেন।

'ওরা ১১ জন' সিনেমার প্রযোজক নায়ক সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওরা ১১ জন' সিনেমার সঙ্গে আমার নামটি জড়িয়ে আছে এজন্য ভালো লাগে। আমি গর্ববোধ করি। আমি ভীষণ হ্যাপি, স্বাধীন বাংলাদেশের প্রথম সিনেমার প্রযোজক আমি।

সোহেল রানা আরও বলেন, বাংলাদেশের সিনেমার ইতিহাসে 'ওরা ১১ জন' নামটি জড়িয়ে আছে। এই ইতিহাস থেকে যাবে। বাংলাদেশের সিনেমার ইতিহাস নিয়ে কথা বললে 'ওরা ১১ জন' আসবেই। মুক্তিযুদ্ধের একটি দলিলও বটে এই সিনেমা।

'ওরা ১১ জন' সিনেমার আবেদন ৫২ বছর পেরিয়েও আছে? জানতে চাইলে সোহেল রানা বলেন, 'ওরা ১১ জন' সিনেমার আবেদন কখনো ফুরোবে না। মহান মুক্তিযুদ্ধের সত্য গল্প নিয়ে এই সিনেমা।

প্রয়াত চাষী নজরুল ইসলাম সম্পর্কে সোহেল রানা বলেন, তিনি আমার বন্ধু ছিলেন। তাকে নিয়ে 'ওরা ১১ জন' পরিচালনা করি। অনেক স্মৃতি আছে আমাদের।

অভিনেত্রী নূতন বলেন, যাদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছি, তাদের জীবনের গল্প নিয়েই 'ওরা ১১ জন' সিনেমা। যাদের আত্মত্যাগে এই বাংলাদেশ পেয়েছি, তাদের জীবন নিয়েই এই সিনেমা।

'সেই সময়ে একদিন সুমিতা দেবীর বাসায় বসেছিলেন কয়েকজন। তার মধ্যে ছিলেন চাষী নজরুল ইসলাম, সোহেল রানা। আমিও ছিলাম সেদিন। ওই বাসায় আমাকে মিলা চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছিল।'

'ওরা ১১ জন' সিনেমার প্রিমিয়ার শো হয়েছিল এফডিসিতে।

Comments

The Daily Star  | English

Badruddin Umar: An overlooked yet everlasting beacon of light

The best way to honour Badruddin Umar is to read him, to learn from his words and thoughts

17m ago