যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও চীনে আবারও করোনার সংক্রমণ

করোনার সংক্রমণ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও চীনসহ বেশ কয়েকটি দেশে আবারও করোনার সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি আরও জানিয়েছে, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট জেএন.ওয়ান দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে।

গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়ে বলে, জেএন.ওয়ান সাব-ভ্যারিয়েন্ট ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আরও বেশ কয়েকটি দেশে পাওয়া গেছে।

এই মুহূর্তে জনস্বাস্থ্যে ঝুঁকি কম এবং বর্তমান টিকাগুলো এর প্রতিরোধে কাজে আসবে উল্লেখ করে ডব্লিউএইচও বলেছে, তবে শীতে করোনা ও অন্যান্য সংক্রমণ ব্যাধি ছড়ানোর আশঙ্কা আছে।

সংস্থাটি আরও জানায় যে তারা জেএন.ওয়ানসহ ওমিক্রনের অন্যান্য সাব-ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

জেএন.ওয়ান পৃথিবীর অনেক দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে জানিয়ে সংস্থাটি বলেছে, তবে এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসিপি) জানিয়েছে, জেএন.ওয়ান এখন যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির মোট সংক্রমণের মধ্যে ১৫ থেকে ২৯ শতাংশ এই সাব-ভ্যারিয়েন্টের কারণে হয়েছে।

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি বলেছে, বর্তমানে গবেষণাগারে মোট করোনা পরীক্ষার প্রায় সাত শতাংশে জেএন.ওয়ান পাওয়া গেছে।

এটি ছাড়াও অন্যান্য ভ্যারিয়েন্টের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

2h ago