শিগগির পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে: ট্রাম্প

হোয়াইট হাউসে বক্তব্য দিচ্ছেন ট্রাম্প। পেছনে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের পোরট্রেট। ছবি: এএফপি
হোয়াইট হাউসে বক্তব্য দিচ্ছেন ট্রাম্প। পেছনে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের পোরট্রেট। ছবি: এএফপি

শিগগির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

আজ বৃহস্পতিবার রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটি ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মস্কোতে পুতিন ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প। 

বৈঠকে ইউক্রেন ইস্যুতে 'ভালো আলোচনা' হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, 'পুতিনের সঙ্গে উইটকফের বৈঠকে খুব ভালো আলোচনা হয়েছে। এতে আমার সঙ্গে পুতিনের বৈঠক হওয়ার পথ সুগম হয়েছে। এখনো ওই বৈঠকের স্থান চূড়ান্ত না হলেও খুব শিগগিরই এই বৈঠক হতে পারে।'

পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, আগামী সপ্তাহেই ট্রাম্প-পুতিনের সাক্ষাৎ হতে পারে।

এদিকে ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তিচুক্তি কবে হতে পারে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমি এখুনি কিছু বলতে চাই না। কারণ, এর আগেও আমি হতাশ হয়েছি।'

অন্যদিকে রাশিয়াও এই বৈঠককে 'খুবই ফলপ্রসূ এবং গঠনমূলক আলোচনা' হিসেবে আখ্যা দিয়েছে।

ট্রাম্প, পুতিনের বৈঠকে যোগ দিতে পারেন জেলেনস্কিও। কোলাজ ছবি: এএফপি
ট্রাম্প, পুতিনের বৈঠকে যোগ দিতে পারেন জেলেনস্কিও। কোলাজ ছবি: এএফপি

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পুতিন-উইটকফের আলোচনার প্রশংসা করেন।

রুবিও বলেন, মস্কো কোন কোন শর্তে শান্তি চুক্তিতে রাজি হতে পারে, সে বিষয়ে ওয়াশিংটনের 'ভাল বোঝাপড়া' তৈরি হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'রাশিয়া ও ইউক্রেনের অবস্থান কাছাকাছি হলে একটি ত্রিপাক্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।'

রুবিও জানান, 'আমি মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক করার সুযোগ রয়েছে। এতে চলমান সংঘাতের সমাপ্তি টানা যাবে।'

এর আগে সর্বশেষ ২০২১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পুতিনের বৈঠক হয়েছিল। এরপর গত ৪ বছরে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে সশরীরে কোনো বৈঠক হয়নি।

 

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

1h ago