নেপালের পার্লামেন্ট ভবনে আগুন

নেপালের পার্লামেন্টে আগুন
জ্বলছে নেপালের পার্লামেন্ট ভবন। ছবি: রয়টার্স

নেপালের প্রধানমন্ত্রী পি কে অলি শর্মা পদত্যাগ করলেও দেশটিতে বিক্ষোভ থামেনি। সরকারবিরোধী সহিংস বিক্ষোভের এই পর্যায়ে আগুন দেওয়া হলো দেশটির পার্লামেন্ট ভবনে।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে আগুন জ্বালিয়ে দেয়।

পার্লামেন্ট সচিবালয়ের মুখপাত্র একরাম গিরি গণমাধ্যমকে বলেন, 'শত শত বিক্ষোভকারী পার্লামেন্ট এলাকায় ঢুকে পড়েন। এরপর তারা মূল ভবনে আগুন দেন।'

উল্লেখ, সরকারের দুর্নীতির পাশাপাশি সমাজমাধ্যম বন্ধের প্রতিবাদে ফুঁসে উঠেছে নেপাল। পরিস্থিতি সামাল দিতে দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগ করলেও সেখানকার তরুণরা এখন পুরো সরকারের পদত্যাগ চাচ্ছেন।

Comments

The Daily Star  | English

Shibir-backed candidates Shadik, Farhad elected Ducsu VP, GS

The results were declared from the Senate Bhaban of the Dhaka University.

5m ago