নয়াদিল্লিতে ইসরায়েলের ‘বিতর্কিত’ অর্থমন্ত্রী, দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সই

ইসরায়েলি অর্থমন্ত্রী স্মৎরিচ ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বৈঠক করে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সই করেন। ছবি: পিটিআই/এক্স/সংগৃহীত
ইসরায়েলি অর্থমন্ত্রী স্মৎরিচ ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বৈঠক করে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সই করেন। ছবি: পিটিআই/এক্স/সংগৃহীত

ইসরায়েল যখন গাজা সিটিতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে এবং এর অধিবাসীদের দ্রুত শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে ঠিক এমন পরিস্থিতিতে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচকে সফরের আমন্ত্রণ জানাল নয়াদিল্লি।

গতকাল সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু'র প্রতিবেদনে এমনটি জানানো হয়।

এতে আরও বলা হয়, সফররত ইসরায়েলি অর্থমন্ত্রী স্মৎরিচ ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বৈঠক করে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সই করেন।

ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতা বেজালেল স্মৎরিচ। ছবি: এএফপি
ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতা বেজালেল স্মৎরিচ। ছবি: এএফপি

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলায় উৎসাহ দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যসহ পশ্চিমের বেশ কয়েকটি দেশে ইসরায়েলি অর্থমন্ত্রীর প্রবেশ নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে সংবাদমাধ্যমটি আরও বলেন, স্মৎরিচের সঙ্গে দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনীতিবিদ ড. শমুয়েল আবরামজন ও ব্যাংক অব ইসরায়েলের প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তা আছেন।

দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়, নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক ও চুক্তি সইয়ের পর বেজালেল স্মৎরিচ জানান, এই চুক্তির মাধ্যমে দুই দেশের উদ্ভাবন ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন হবে। এর মাধ্যমে ইসরায়েলি ও ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতার নতুন দুয়ার খুলে দেবে।

প্রতিবেদন অনুসারে, গত জুনে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে ও কানাডা স্মৎরিচের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এই ব্যক্তি যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোয় নিষেধাজ্ঞার মুখে পড়ছেন তখন এসেছেন ভারত সফরে।

নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাতের পর স্মৎরিচ ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গেও দেখা করেন। এক বার্তায় গয়াল বলেন, 'ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচের সঙ্গে দেখা হওয়ায় আনন্দিত। আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা করেছি। দুই দেশের প্রবৃদ্ধি বাড়াতে নতুন নতুন ক্ষেত্র খোঁজা হবে।'

স্মৎরিচের ভারত সফর নিয়ে তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টিআরটি গ্লোবালের শিরোনাম করা হয়, গাজায় গণহত্যা চালানোয় সারাবিশ্বে ইসরায়েল যখন চাপে তখন ভারত তেল আবিবের সঙ্গে বিনিয়োগ চুক্তি করলো।

ইসরায়েলি অর্থমন্ত্রী স্মৎরিচ ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন  দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিতে সই করছেন। ছবি: পিটিআই/এক্স/সংগৃহীত
ইসরায়েলি অর্থমন্ত্রী স্মৎরিচ ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিতে সই করছেন। ছবি: পিটিআই/এক্স/সংগৃহীত

সংবাদ প্রতিবেদনে বলা হয়, বিশ্ব আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা চলছে। আর এই দেশটির সঙ্গে সম্পর্ক গভীর করছে নয়াদিল্লি।

গতকাল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ভারত ও ইসরায়েলের মধ্যে বাণিজ্য হয়েছিল তিন দশমিক নয় বিলিয়ন ডলার। সরকারি তথ্যের বরাত দিয়ে এতে আরও বলা হয়, দুই দেশের বিনিয়োগ ৮০০ মিলিয়ন ডলার। তবে এসব লেনদেন মূলত প্রতিরক্ষা খাতে। ভারত ইসরায়েলের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

17m ago