‘প্যারাসিটামল খেলে অটিজম হয়’ দাবি ট্রাম্পের, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘না’

ডোনাল্ড ট্রাম্প ও টাইলেনল ওষুধ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অটিজমে আক্রান্ত হওয়ার সঙ্গে ওষুধ সেবনের সম্পর্ক আছে, এজন্য যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের শিগগির গর্ভাবস্থায় নারীদের ব্যথানাশক টাইলেনল (প্যারাসিটামল নামে পরিচিত) প্রেসক্রাইব না করার পরামর্শ দেওয়া হবে।

গতকাল সোমবার তিনি বলেন, 'এটা (টাইলেনল) ভালো নয়। শুধু চরম জ্বরের ক্ষেত্রেই এটা সেবন করা যেতে পারে। অন্তঃসত্ত্বা নারীদের এই বিষয়ে লড়াই করা উচিত।'

বিবিসি বলছে, ট্রাম্পের এই দাবির বিরোধিতা করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। অনেকেই তার বক্তব্যকে বিপজ্জনক ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, প্যারাসিটামল এখনো অন্তঃসত্ত্বা নারীদের জন্য সবচেয়ে নিরাপদ ব্যথানাশক ওষুধ।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, টাইলেনল বা ভ্যাকসিনের সঙ্গে অটিজমের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই।

ডব্লিউএইচও'র মুখপাত্র তারিক জাসারেভিচ সাংবাদিকদের বলেন, 'কিছু পর্যবেক্ষণমূলক গবেষণায় টাইলেনলের প্রাথমিক উপাদান অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামলের সঙ্গে অটিজমের সম্ভাব্য যোগসূত্র রয়েছে দাবি করা হলেও অন্যান্য গবেষকরা এমন কোনো প্রমাণ খুঁজে পাননি।'

ভ্যাকসিন সম্পর্কে তারিক জাসারেভিচ স্পষ্টভাবে বলেন, 'ভ্যাকসিন অটিজমের কারণ নয়।'

টাইলেনল যুক্তরাষ্ট্র, কানাডা ও আরও কিছু দেশে বহুল ব্যবহৃত একটি ব্যথানাশক ওষুধের ব্র্যান্ড। এর সক্রিয় উপাদান অ্যাসিটামিনোফেন, যা উত্তর আমেরিকার বাইরে প্যারাসিটামল নামে পরিচিত।

ওষুধটি কেবল যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য সংস্থা ও সরকারগুলোর পক্ষ থেকেও সুপারিশকৃত।

এক বিবৃতিতে টাইলেনল প্রস্তুতকারী কোম্পানি কেনভু জানিয়েছে, বৈজ্ঞানিক পরীক্ষায় স্পষ্টভাবে প্রমাণ হয়েছে যে, অ্যাসিটামিনোফেন গ্রহণে অটিজম হয় না।

তারা আরও বলেছে, 'আমরা এ ধরনের যেকোনো ভিন্নমতকে জোরালোভাবে প্রত্যাখ্যান করি এবং গর্ভবতী নারীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।'

Comments

The Daily Star  | English
The Costs Of Autonomy Loss of Central Bank

Bangladesh Bank’s lost autonomy has a hefty price

Economists blame rising bad debt, soaring prices and illicit fund flows on central bank’s waning independence

12h ago