গাজার যুদ্ধবিরতির আলোচনা ‘কয়েক দিন’ চলতে পারে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি চালুর আলোচনা শেষ হতে কয়েক দিন সময় লেগে যেতে পারে।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি। 

হোয়াইট হাউসে গণমাধ্যম কর্মীদের উদ্দেশে ট্রাম্প বলেন, 'আমরা যখন কথা বলছি, ঠিক সে সময় তারা আলোচনা করছেন। তাদের দরকষাকষি শুরু হয়েছে। এতে কয়েকদিন সময় লাগবে।'

'এর পরিণতি কি হয়, তা আমরা দেখব। আমি শুনেছি আলোচনা বেশ ইতিবাচক ভাবে আগাচ্ছে', যোগ করেন তিনি।

এর আগে, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুশিয়ারি দেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলের 'গাজায় বোমাবর্ষণ' থামাতে হবে। 

গাজার সামরিক অভিযান বন্ধের পরিকল্পনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সায় দিয়েছেন কী না, এ প্রশ্নের জবাবে ট্রাম্প ছোট করে উত্তর দেন, 'হ্যাঁ'।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে মেসেজ আদানপ্রদানের সময় এই তথ্য দেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। 

মিশরের পর্যটনবান্ধব শহর শার্ম এল-শেইখ-এ ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা 'পরোক্ষ' আলোচনায় বসবেন।

নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, গাজায় আটকে থাকা জিম্মি দুই একদিনের মধ্যেই মুক্তি পাবেন।

তবে রুবিও এর পূর্বশর্ত হিসেবে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান।

সিবিএস নিউজের টক শো 'ফেস দ্য নেশন'-এ যোগ দিয়ে রুবিও বলেন, 'আমার মতে, ইসরায়েলি ও বাকি সবাই এ ব্যাপারটা স্বীকার করে নেবেন যে হামলার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া সম্ভব নয়। যার ফলে, (ইসরায়েলি) হামলা বন্ধ হতে হবে।'

'এসবের মাঝে যুদ্ধ অব্যাহত থাকতে পারে না', যোগ করেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

গাজায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় হামাস আংশিকভাবে সম্মতি দেওয়া কূটনীতিক আলোচনার পথ সুগম হয়।

চুক্তির মূলে আছে যুদ্ধ বন্ধ এবং গাজার জিম্মিদের মুক্তির বদলে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তি।

রুবিও এনবিসিকে বলেন, জিম্মি মুক্তির বিষয়টিতে কিছু কারিগরি সমস্যা আছে।

পাশাপাশি, চুক্তির অংশ হিসেবে হামাসের নিরস্ত্রীকরণ ও গাজায় নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো পূরণ করা 'আরও কঠিন' হবে বলেও মত দেন তিনি।

তিনি বলেন, 'আপনি গাজায় হামাস নয় এমন একটি সরকারি কাঠামো তিন দিনে নির্মাণ করতে পারবেন না। এটা সত্যি হতে কিছুটা সময় লাগবে।'

ট্রাম্প সিএনএনকে বলেন, তিনি আশা করছেন ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ কী না, সে বিষয়টি খুব দ্রুত 'স্পষ্ট' হবে।

তিনি হুশিয়ারি দেন, হামাস যদি গাজার ক্ষমতা চিরতরে ছেড়ে দেওয়ার শর্তে রাজি না হয় তাহলে তাদেরকে 'পুরোপুরি নিশ্চিহ্ন' করে দেওয়া হতে পারে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago