মাদুরোকে তুলে নেওয়া ‘ডেল্টা ফোর্স’ কারা, কী করে তারা?
ভেনেজুয়েলায় নজিরবিহীন হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। দুঃসাহসিক এই অভিযানে মার্কিন সামরিক বাহিনীর 'ডেল্টা ফোর্স' অংশ নেয় বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ডেল্টা ফোর্স হলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সবচেয়ে অভিজাত সন্ত্রাসবিরোধী ও সরাসরি আঘাত হানার (ডাইরেক্ট অ্যাকশন) ইউনিট।
ডেল্টা ফোর্সের আনুষ্ঠানিক নাম ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট–ডেল্টা। এই ইউনিট উচ্চঝুঁকির অভিযানে বিশেষায়িত—বিশেষ করে গুরুত্বপূর্ণ টার্গেটদের আটক বা হত্যা এবং এমন সংবেদনশীল মিশন, যেখানে দ্রুততা, গোপনীয়তা ও নিখুঁত পরিকল্পনা অপরিহার্য।
ইউনিটটি যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে পরিচালিত হয় এবং সাধারণত এমন সময় মোতায়েন করা হয়, যখন কোনো অভিযানের সঙ্গে বড় রাজনৈতিক বা কৌশলগত ঝুঁকি জড়িত থাকে।
মিলিটারি ডটকমের তথ্য অনুযায়ী, ডেল্টা ফোর্সের ঘাঁটি নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে—যা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ অভিযান প্রশিক্ষণের কেন্দ্র।
এই গোপনীয় ইউনিট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক অভিযানে অংশ নিয়েছে, যার মধ্যে ২০০৩ সালে ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে আটকের অভিযান অন্যতম।
এ ছাড়া, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে আল-কায়েদার শীর্ষ নেতাদের লক্ষ্য করে পরিচালিত বহু সন্ত্রাসবিরোধী অভিযানে ইউনিটটি সক্রিয় ছিল।
ডেল্টা ফোর্সের নেতৃত্বে থাকেন একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা। তবে ইউনিটটির প্রধান কে, তা যেমন গোপন রাখা হয়, তেমনি ইউনিটটির সদস্য-সংখ্যাও শ্রেণিবদ্ধ তথ্য।
ভেনেজুয়েলার অভিযানে ঠিক কতজন সদস্য অংশ নিয়েছিলেন, তা স্পষ্ট নয়।
অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের হেলিকপ্টার, যেগুলো 'নাইট স্টকার্স' নামে পরিচিত, বিশেষ অভিযানের বাহিনীকে ভেনেজুয়েলায় পৌঁছে দেয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শহরটির ওপর দিয়ে উড়োজাহাজ উড়ে যেতে দেখা যায়।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ যুদ্ধ দপ্তরকে এমন গোয়েন্দা তথ্য সরবরাহ করে, যা ডেল্টা ফোর্সকে মাদুরো ও তার স্ত্রীর অবস্থান শনাক্ত করতে সহায়তা করে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় তাদের আটক করা হয়।
কর্মকর্তারা জোর দিয়ে বলেন, মাদুরোর অবস্থান শনাক্ত ও অনুসরণে সিআইএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, বাস্তবিকভাবে তাকে আটক করার কাজটি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক অভিযান বাহিনী।
শনিবার ভোরে 'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস উইকঅ্যান্ড' অনুষ্ঠানে ট্রাম্প বলেন, অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনারা 'অবিশ্বাস্য কাজ' করেছেন।
তিনি বলেন, 'তারা এমনভাবে মহড়া দিয়েছে ও অনুশীলন করেছে, যা আগে কেউ দেখেনি। প্রকৃত সামরিক বিশেষজ্ঞরা আমাকে বলেছেন—পৃথিবীর আর কোনো দেশ এমন কৌশলগত অভিযান চালাতে পারত না।'
ট্রাম্প জানান, তিনি পুরো অভিযানটি সরাসরি দেখেছেন।
তিনি বলেন, 'অবতরণের পুরো কৌশল, বিপুলসংখ্যক উড়োজাহাজ, অসংখ্য হেলিকপ্টার—ভিন্ন ভিন্ন ধরনের হেলিকপ্টার, ভিন্ন ভিন্ন ধরনের যুদ্ধবিমান—সবকিছু ছিল। সম্ভাব্য প্রতিটি পরিস্থিতির জন্য আমাদের একটি করে যুদ্ধবিমান ছিল।'
তিনি আরও বলেন, 'তারা এমন জায়গায় ঢুকে পড়েছে, যেগুলোতে ঢোকা প্রায় অসম্ভব ছিল। আমি জীবনেও এমন কিছু দেখিনি।'
ট্রাম্প জানান, মাদুরো একটি সুরক্ষিত আবাসনের ভেতর ছিলেন। তবে তিনি নিরাপদ এলাকায় পৌঁছানোর আগেই তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় কিছু সেনা আহত হয়েছেন, তবে কেউ নিহত হননি এবং কোনো উড়োজাহাজও হারাতে হয়নি।
নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে প্রথমে ইউএসএস আইও জিমা জাহাজে তোলা হয়। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এবং আগামীকাল সোমবারের মধ্যেই নিউইয়র্ক সিটির একটি ফেডারেল আদালতে তাদের হাজির করা হতে পারে।


Comments