জন্মহার কমে যাওয়ায় চিন্তিত জাপান সরকার

জন্মহার কমে যাওয়ায় চিন্তিত জাপান সরকার
ছবি: রয়টার্স

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, জন্মহার কমে যাওয়ায় তার দেশের সমাজব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। 

এ বিষয়ে বিবিরি প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের বর্তমান জনসংখ্যা ১২৫ মিলিয়ন। গত বছর ৮ লাখেরও কম শিশুর জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ১৯৭০ এর দশকে এই সংখ্যা ছিল ২০ লাখের বেশি।

জাপানের প্রতিবেশী দেশগুলোসহ অনেক দেশেই জন্মহার কমছে।

তবে এই সমস্যাটি জাপানে তীব্র আকার ধারণ করেছে। তার কারণ সাম্প্রতিক দশকগুলোতে আয়ু বেড়েছে, যার অর্থ সেখানে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে এবং তাদের সেবার জন্য শ্রমিকের সংখ্যাও কমে যাচ্ছে। 

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ক্ষুদ্র রাজ্য মোনাকোর পর জাপানে এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা রয়েছে। যা প্রায় ২৮ শতাংশ। 

এ বিষয়ে প্রধানমন্ত্রী কিশিদা সংসদ সদস্যদের জানিয়েছেন, জাপানের সমাজব্যবস্থা টিকে থাকবে কি না সে পরিস্থিতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

তিনি আরও বলেছেন, 'শিশু এবং শিশু লালন-পালন সংক্রান্ত নীতির প্রতি মনোযোগ দেওয়া এখন এমন একটি বিষয়ে পরিণত হয়েছে যা নিয়ে অপেক্ষা বা স্থগিত করা সম্ভব না।'

তিনি জানান, শেষ পর্যন্ত সরকার শিশু-সম্পর্কিত কর্মসূচিতে দ্বিগুণ ব্যয় করতে চান। এ ছাড়া এই বিষয়ে গুরুত্ব দেওয়া জন্য এপ্রিল মাসে একটি নতুন সরকারি সংস্থা স্থাপন করবেন বলেও জানিয়েছেন তিনি।

তবে, বিভিন্ন সময় জাপান সরকার এ ধরনের কৌশল গ্রহণ ও প্রচারের চেষ্টা করলেও তা সফল হয়নি।

 

Comments

The Daily Star  | English

6 killed in Nepal protests against social media ban

Authorities imposed a curfew around the parliament building after thousands of the protesters tried to enter the legislature by breaking a police barricade.

1h ago