চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

ছবি: রাজীব রায়হান

চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে ভিড়ে পদদলিত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিন জন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানান।

নিহতদের একজনের নাম আইয়ুব আলী এবং অন্যজনের নাম সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, তীব্র গরমে অসুস্থ হয়ে ভিড়ের মধ্যে পড়ে গেলে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়।

ছবি: রাজীব রায়হান

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক দ্য ডেইলি স্টারকে বলেন, 'জশনে জুলুস চলাকালে তীব্র গরমে অসুস্থ হয়ে একজন ব্যক্তি ভিড়ের মধ্যে লুটিয়ে পড়েন। লোকজন তাকে হাসপাতালে নিয়ে এলে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও তিন জনকে আহত অবস্থায় আনা হয়, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।'

উল্লেখ্য, আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের জুলুসের নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির।

Comments

The Daily Star  | English

'While there have been some setbacks in law and order, we're taking necessary steps'

Home Adviser Jahangir Alam Chowdhury says investigation into Rajbari unrest is underway

23m ago