সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের, হাসপাতালে মা ও ছেলে

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন গোলাম সারোয়ার (৪৩) এবং তার ৩ বছরের মেয়ে মুসকান।
আহতরা হলেন সারোয়ারের স্ত্রী উম্মে সালমা (৩৩), ছেলে ইমতিয়াজ আহমেদ (৯), চালক গিয়াস উদ্দিন (৩০) এবং আরেক যাত্রী সাগর (৩০)।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় একটি মাইক্রোবাস পেছন থেকে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।
'পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মিরসরাই হেলথ কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন,' বলেন তিনি।
যানবাহন দুটি জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
মিরসরাই হেলথ কমপ্লেক্সের চিকিৎসক ড. রাজু সিং বলেন, আহত চারজনের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments