খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে সালাহউদ্দিন-জায়েদ খানসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

কাজী সালাহউদ্দিন, জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম। ছবি: সংগৃহীত

ঢাকার ফকিরাপুল মোড়ে ২০১৫ সালের এপ্রিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও শাজু খাদেমসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালতে বিএনপির মতিঝিল থানা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার ইমাম আসিফ বাদী হয়ে গতকাল রোববার মামলাটি করেন।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) হিসেবে নথিভুক্ত করতে বলেন।

মামলায় বাকি আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলালুদ্দীন, কর্নেল (অব.) ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবের হোসেন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সৈয়দ খোকন ও শেখ ফজলে নূর তাপস।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে হকিস্টিক, আগ্নেয়াস্ত্র ও ককটেল বোমা নিয়ে ২০১৫ সালের ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ফকিরাপুল মোড়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায়। ওই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে মেয়র পদে নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছিলেন খালেদা জিয়া।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা ১৪টিরও বেশি গাড়ি ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করেছে, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মারধর করেছে।

Comments

The Daily Star  | English

NCP won’t sign July charter at this moment

The National Citizen Party has decided not to attend today’s much-awaited July National Charter signing ceremony, let alone sign the document containing reforms agreed upon after months of intense talks.

5h ago