জমি নিয়ে বিরোধ: স্বামীর ওপর হামলার পর স্ত্রীকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় তার ১৪ বছর বয়সী ছেলেকেও পেটানো হয়।

আজ সোমবার সকালে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত ময়না বেগম (৪৬) ওই ইউনিয়নের পুঁথাই গ্রামের মানিক মিয়ার স্ত্রী। 

দুই সপ্তাহ আগে একই বিরোধে মানিক মিয়াকে কুপিয়ে আহত করা হয়। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই মানিক মিয়া ও তার ভাইদের মধ্যে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। 

ভুক্তভোগী পরিবারের বরাতে ওসি বলেন, 'মানিক মিয়ার ভাই ও চাচাতো ভাইরা আজ সকালে তাদের বাড়িতে হামলা চালিয়ে গবাদিপশু লুট করে। হামলা ঠেকাতে গেলে ময়না বেগম ও তার ছেলে মহিমকে লাঠি দিয়ে পেটায় ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।'

স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এনে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। 

এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলা জানান ওসি।

Comments

The Daily Star  | English
ACC finds Nagad corruption evidence

ACC raids Nagad HQ over hiring controversy

"During the drive, the ACC team found initial evidence of irregularities in the recruitment process"

58m ago