রাজধানীতে অবৈধ আইফোন সংযোজন কারখানা, ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীতে অবৈধভাবে আইফোন সংযোজন কারখানা চালানোর অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বুধবার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম—তান জিয়ান, উ জুন এবং ডং হংওয়েই।

অভিযানের সময় ডিবি পুলিশ তাদের কাছ থেকে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, অ্যাসেম্বল করার যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ, আট বোতল বিদেশি মদ এবং নগদ ২৬ হাজার টাকা জব্দ করেছে।

ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা গত দেড় বছর ধরে গোপনে এই কার্যক্রম চালিয়ে আসছিলেন। তারা কর ফাঁকি দিতেন এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে অ্যাসেম্বল করা ফোনগুলো আসল বলে বিক্রি করতেন।

ডিবি মিরপুর বিভাগের একটি দল গতকাল বুধবার বিকালে উত্তরা পশ্চিম সেক্টর-১৩ নম্বরের একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে তান জিয়ানকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৫৮টি আইফোন জব্দ করা হয়।

পরে গ্রেপ্তার চীনা নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দল খিলক্ষেত থানা এলাকায় নিকুঞ্জ-১-এর একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে উ জুন এবং ডং হংওয়েইকে গ্রেপ্তার করা হয় এবং একটি গোপন ল্যাবের সন্ধান পাওয়া যায়।

নিকুঞ্জের ওই বাসা থেকে আরও ৩০৫টি আইফোন, খুচরা যন্ত্রাংশ এবং অ্যাসেম্বল করার যন্ত্রপাতি জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে কয়েকজন বাংলাদেশির নাম পাওয়া গেছে বলে জানান ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করেননি তিনি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English