বাগেরহাটে প্রথম স্মার্ট কর্মসংস্থান মেলা কাল

ছবি: সংগৃহীত

বাগেরহাটে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করবেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। তার উদ্যোগে আয়োজিত হচ্ছে মেলাটি। এটি চলবে দিনব্যাপী।

মেলায় প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মেলায় স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

স্মার্ট কর্মসংস্থান মেলায় তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে আগ্রহীরা আবেদন, মুখোমুখি সাক্ষাৎকার এবং স্ক্রিনিংয়ের পর দেশের প্রধান আইটি ইনস্টিটিউটে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়া ফ্রিল্যান্সিং নিয়ে সেমিনার ও আলোচনায় তারা অংশ নিতে পারবেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার ও অনলাইন খাতে যাদের দক্ষতা রয়েছে তারা এই মেলার মাধ্যমে সরাসরি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।

এ ছাড়া, এ মেলার মাধ্যমে ই-কমার্স, ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে ক্যারিয়ার গড়ার পরামর্শ পাবেন তারা। মেলাটি বাগেরহাটে বেকারত্ব নিরসনে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

11h ago