বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত এল ৩৬ ঘণ্টা পর

বৃহস্পতিবার রাতে বিজিবি-পুলিশ সদস্যদের কাছে হাসিবুলের মরদেহ ফেরত দেয় বিএসএফ। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিবুল আলমের (২৪) মরদেহ ফেরত এসেছে প্রায় ৩৬ ঘণ্টা পর।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয় বলে জানান তিনি।

নিহত হাসিবুল আলম হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী মধ্য সিঙ্গিমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

এর আগে, গত বুধবার দুপুরে মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব পিলার ছয় এস-এর কাছে হাসিবুল গুলিবিদ্ধ হন। গুলি করার পর বিএসএফ সদস্যরা তাকে ভারতে নিয়ে যান।

বুধবার রাত ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

ওসি মাহমুদুন-নবী বলেন, 'বৃহস্পতিবার বিকেলে মরদেহ ফেরত দেওয়ার কথা ছিল বিএসএফের। কিন্তু সেদিন রাত পর্যন্ত সীমান্তে উত্তেজনা থাকায় বিএসএফ মরদেহ ফেরত দেয়নি। সীমান্ত থেকে লোকজন চলে যাওয়ার পর গভীর রাতে মরদেহ ফেরত দিয়েছে।'

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago