সীমান্তে দেশীয় অস্ত্রসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে দেশীয় অস্ত্রসহ ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার ভোরে উপজেলার আউলিয়ার হাট সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন তিস্তা বিজিবি ব্যাটালিয়নের পঁয়ষট্টিবাড়ি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শাহ আলম।
গ্রেপ্তার আতিক হাসান (২৫) পাটগ্রাম উপজেলার ইসলামপুর সীমান্তপাড়া গ্রামের বজলার রহমানের ছেলে এবং পাটগ্রাম উপজেলা ইউনিট ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
বিজিবি সূত্র জানায়, আতিকের কাছ থেকে প্রায় দুই ফুট দৈর্ঘ্যের একটি ধারালো ছুরি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তার সঙ্গে থাকা চোরাকারবার সিন্ডিকেটের আরও ২ সদস্য বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা হলেন—পাটগ্রাম উপজেলার ইসলামপুর পকেটপাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে জুলফিকার আলী (৩৫) ও ইসলামপুর কোনাপাড়া গ্রামের আফতার উদ্দিনের ছেলে রহিদুল ইসলাম (৪২)।
শাহ আলম বলেন, গ্রেপ্তার আতিক হাসান এবং পলাতক দুইজন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় একটি চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তারা ভারত থেকে গরু, মাদক, মশলা, কসমেটিকস ও শাড়িসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে বাংলাদেশে পাচার করে।
তিনি আরও বলেন, ঘন কুয়াশার সুযোগ নিয়ে তারা ভারতীয় পণ্য পাচারের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আমাদের টহলদল তাদের শনাক্ত করে ধাওয়া দেয়। দুজন পালিয়ে গেলেও আতিককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম সালেহী বলেন, 'বিষয়টি আমরা শুনেছি। সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনেক আগেই আতিক হাসানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি ছাত্রশিবিরের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।'
স্থানীয়দের অভিযোগ শিবিরের নাম ব্যবহার করে আতিক অপকর্ম করতেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা বিষয়টি আগেও শুনেছি এবং তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। ভবিষ্যতে তিনি যদি আবার সংগঠনের নাম ভাঙানোর চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, 'আতিক হাসান ও পলাতক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন বিজিবির হাবিলদার শাহ আলম।'
তিনি আরও জানান, 'পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আতিককে রোববার সকালে আদালতে সোপর্দ করা হবে।'


Comments