বিএনপি কর্মী-সমর্থকদের পদচারণায় ২ দিন আগেই মুখরিত কুমিল্লার টাউন হল

টাউন হল
হস্পতিবার রাতে টাউন হল মাঠে বিএনপির কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে আসছেন। ছবি: স্টার

আগামী শনিবার কুমিল্লা টাউন হল ময়দানে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে ২ দিন আগেই বিএনপি কর্মী-সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সভাস্থল।

আজ বৃহস্পতিবার রাতে টাউন হল মাঠে গিয়ে দেখা যায়, দলবেঁধে বিএনপির কর্মী-সমর্থকরা টাউন হলে মিছিল নিয়ে আসছেন। 

এর আগে শুধু সমাবেশের দিন বিএনপি কর্মীরা সমাবেশ স্থলে আসাসহ মোট ১০ শর্তে কুমিল্লা টাউন হল ময়দানে বিএনপির বিভাগীয় সম্মেলনের অনুমতি দেয় প্রশাসন।

টাউন হল মঞ্চ
মাঠের উত্তর-পশ্চিম দিকে সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। ছবি: স্টার

তবে দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, স্থানীয় বিএনপির বিবাদমান দুটি গ্রুপের কর্মীদের অবস্থান জানান দিতেই আগেভাগে তারা সমাবেশস্থলে যাচ্ছেন।

টাউন হল মাঠের দুই পাশে তারা অবস্থান নিয়েছেন। নিজেদের পক্ষের নেতাদের নামে শ্লোগান দিচ্ছেন। 

স্থানীয় সংবাদকর্মীরা জানান, সাবেক কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর সমর্থকরা মাঠের পূর্ব পাশে অবস্থান নিয়েছেন এবং অন্য পক্ষ পশ্চিম পাশে অবস্থান নিয়েছে।

মাঠের উত্তর-পশ্চিম দিকে সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। বুধবার সকাল থেকে ৭২ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রস্থের এই মঞ্চ তৈরি শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, শুক্রবারের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবে। অন্তত ২ শতাধিক নেতা-কর্মী মঞ্চে অবস্থান করতে পারবেন।

এছাড়া অন্যান্য জেলা থেকে আসা বিএনপির কর্মী-সমর্থকদেরও সমাবেশস্থলে দেখা গেছে।

নারায়ণগঞ্জের রুপগঞ্জের বিশ্বরোড এলাকা থেকে এসেছেন মো. দুলাল হোসেন (৩৯)।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'শুধু বিএনপিকে ভালোবেসে এখানে এসেছি। সমাবেশে অংশ নিতে বৃহস্পতিবার ভোরে কুমিল্লা এসেছি। তবে মাঠে এসেছি আজ সন্ধ্যায়। কোথায় থাকব জানা নেই।'

বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সেলিম ডেইলি স্টারকে বলেন, 'ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে। এই আন্দোলনের সফলতা খালেদা জিয়ার মুক্তিতেই প্রতিষ্ঠিত হবে। এটাই আমাদের সমাবেশের লক্ষ্য।'

এর আগে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক শিউলি রহমান তিন্নি দ্য ডেইলি স্টারকে বলেছিলেন যে বিএনপির কর্মীরা শুধু সমাবেশের দিনই মাঠে আসবেন।

তবে আজই টাউন হল মাঠ কর্মী-সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে যাবে, তা আগে বোঝা যায়নি।

 

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

15h ago