নয়াপল্টনে সমাবেশের অনুমতির জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে: ফখরুল

mirza fakhrul islam alamgir
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

যদিও এখনো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি, তবে আগামীকাল শনিবার অনুষ্ঠেয় সমাবেশ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই করতে চায় বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনুমতির জন্য তারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন এবং এরপর তারা ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, 'আমরা তো বলেছি, আমরা নয়াপল্টনে করতে চাই। চিঠি দিয়েছি, মৌখিকভাবেও বলে দিয়েছি।'

সরকারি দলের নেতাদের নানা 'উসকানিমূলক' বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ইতোমধ্যে অনেকগুলো কর্মসূচি আমরা সফলতার সঙ্গে এখানে (নয়াপল্টন) করেছি। এত কিছুর পরও। এর আগেও রেইড হয়েছে। এর আগেও মারপিট করেছে। মেরে ফেলেছে গুলি করে। তারপরও কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এতটুকু সরিনি। আমরা শান্তিপূর্ণভাবে এই সরকারের পতন ঘটাতে চাই।'

মির্জা ফখরুল আরও বলেন, তারা যদি কোনো রকমের বাড়াবাড়ি করে অত্যাচার নির্যাতন করে, তার দায়দায়িত্ব সম্পূর্ণ সরকারকে বহন করতে হবে।

'বিএনপি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করছে, করবে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

7h ago