শোনা কথায় কান না দেওয়া ভালো: লিটন

Litton Das
ছবি: ফিরোজ আহমেদ

'সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সময় বলা হতো আপনি অধিনায়কত্ব উপভোগ করেন না, অধিনায়কত্ব কতটা উপভোগ করছেন?' প্রশ্নকর্তার কথা শেষ হতেই পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন লিটন দাস। পরামর্শ দিলেন শোনা কথায় কান না দেওয়াই উত্তম। দল জিতছে, নিজে রান পাচ্ছেন। এশিয়া কাপের আগে সুখের সংসার লিটনের। আপাতত এই সুখী আবহে বুঁদ হয়ে এগুতে চাইছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

তিন সংস্করণেই বিভিন্ন সময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন। সাকিব আল হাসানের পর স্থায়ী অধিনায়কত্বের দৌড়ে তার নামই ছিলো শুরুতে। তিনি ছিলেন দলের সহ-অধিনায়ক। তবে ২০২৩ বিশ্বকাপে তার বদলে নাজমুল হোসেন শান্তকে বানানো হয় সহ-অধিনায়ক। শান্ত পরে তিন সংস্করণেই অধিনায়ক হয়ে যান।

নানান পালাবদলের স্রোতে শান্ত এখন কোন সংস্করণেই নেতৃত্বে নেই, লিটন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত পেয়েছেন টি-টোয়েন্টি দলের দায়িত্ব। তার অধীনে ১৯ ম্যাচ খেলে ১০টি জিতেছে বাংলাদেশ, জয়ের হারের দিক থেকে ইতোমধ্যে তিনি সবচেয়ে সফল।

ঘরের মাঠে নেদারল্যান্ডসকে ২-০ ব্যবধানে হারানোর সিরিজে দুই ফিফটি করে সিরিজ সেরাও লিটন। এই সিরিজে তিনি সাকিব আল হাসানকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ফিফটির  রেকর্ড গড়েছেন, সর্বোচ্চ ছক্কায় পাশে বসেছেন মাহমুদউল্লাহর।

বুধবার সিরিজ শেষে গণমাধ্যমে হাজির হয়ে অধিনায়কত্ব উপভোগের প্রসঙ্গ শক্তভাবে জবাব দেন লিটন, 'প্রথমত আমার মুখ দিয়ে কখনো শুনছেন যে আমি  উপভোগ করি কিনা? কাজেই কিছু কিছু সময় শোনা কথা কান না দেওয়া ভালো। দ্বিতীয়ত হচ্ছে আমি অনেক উপভোগ করি। উপভোগ  করি বলেই দায়িত্বটা নিয়েছি।'

এরপর জানান, তিনি পারফর্ম করায় দলেও প্রভাব রাখতে পারছেন তিনি, 'অবশ্যই আমাদের প পর অনেকগুলা সিরিজ ভালো ক্রিকেটও হয়েছে, আমি পারফর্ম করেছি, এটাও দলের জন্য দরকার। কারণ লিডার যখন পারফর্ম করবে না, দল কিন্তু একটু ডাউন থাকে। কাজেই এদিক দিয়ে বলবো আমাদের আমার দলের সবাই পারফর্ম করছে। '

'আমারও একটা চ্যালেঞ্জ ছিল যে যেন সেই ইনপুটটা দিতে পারি আমি যেন পারফর্ম করতে পারি,  ওদিক দিয়ে আমি খুব খুশি যে আমি দলের একটা অংশ হিসেবে প্রভাব রাখতে পারছি।'

লিটনের আসল পরীক্ষা হবে আসন্ন এশিয়া কাপে। ১১ সেপ্টেম্বর থেকে আবুধাবিতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে সহজ চিন্তায় এগুতে চান তিনি, 'এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে চাই ভালো ক্রিকেট খেলার তো আর কোন কিছু নেই আপনি ভালো ক্রিকেট খেললেই জিতবেন তাছাড়া জিততে পারবেন না।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

2h ago