‘৫০ ওভার খেলা মিনি টেস্ট ক্রিকেটের মতো’

লক্ষ্য ১৯১ রান, নিতে হবে ৫০ ওভারে। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের তাড়াহুড়ো দেখে মনে হলো ২০ ওভারেই ম্যাচ শেষ করে দেওয়ার লক্ষ্য তাদের। অদ্ভুত অস্থিরতা, বাজে টেকনিকের প্রদর্শনে অল্প পুঁজি তাড়াতেও ৮১ রানে হেরে সিরিজ হাতছাড়া করেছে মেহেদী হাসান মিরাজের দল। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ম্যাচ শেষে এসে জানালেন ওয়ানডে আসলে মিনি টেস্টের মতন, আক্রমণ ও রক্ষণের সমন্বয় বুঝতে হবে টাইগার ব্যাটারদের।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে উড়ে যাওয়ার পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ানোর আশা ছিলো। সেই আশায় গুঁড়ে-বালি। আফগানদের ১৯০ রানে আটকেও লড়াই জমানো যায়নি। চরম ব্যাটিং ধসে বাংলাদেশ গুটিয়ে যায় স্রেফ ১০৯ রানে।

হারের কারণ ব্যাখ্যায় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে মুশতাক বলেন, '৫০ ওভার খেলা মিনি টেস্ট ক্রিকেটের মতো। এখানে কখন রক্ষন করতে হবে, কখন আক্রমণ করতে হবে, কোন বোলারকে মারতে হবে, কোন বোলারকে সমীহ করতে হবে, এসব বুঝতে হবে। এসব হিসেব করে ব্যাটাসম্যানদের প্রতিপক্ষের চেয়ে স্মার্ট হতে হবে।'

তবে আশা হারাচ্ছেন না তিনি। অর্ধেক কাজ ঠিকঠাক করা বাংলাদেশ দল বাকি অর্ধেক শুধরে নিয়ে যেকারো সঙ্গে চ্যালেঞ্জ জানাতে পারবে বলে বিশ্বাস তার,  'আমি বিশ্বাস করি বাংলাদেশ ভালো দল। যেমন প্রতিভা আছে আমাদের মাঠে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। আমাদের বোলিং ভালো হচ্ছে। এখন ব্যাটিংয়ে উন্নতি করতে পারলে যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারব।'

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago