টেস্টে ১৫ ইনিংস পর লিটনের সেঞ্চুরি
গাভিন হোয়ের বল প্যালেড সুইপ করে বাউন্ডারিতে পাঠিয়েই দুহাত উঁচিয়ে ধরলেন লিটন দাস। খুব বেশি উচ্ছ্বাস নয়, তবে উদযাপনে মিশে থাকল তৃপ্তি।
১৫৮ বলে ৭ চার, ২ ছক্কায় সেঞ্চুরি স্পর্শ করেন লিটন। পুরো ইনিংসে তিনি ছিলেন নিয়ন্ত্রিত, সাবলীল ও দ্যুতিময়। এমনিতে রানের মধ্যেই ছিলেন লিটন। তবে বড় ইনিংস পাচ্ছিলেন না। শ্রীলঙ্কা সফরে নব্বুইর ঘরে গিয়ে হতাশাতেও পুড়েন একবার। বাংলাদেশের কিপার ব্যাটার টেস্ট অবশেষে ১৫ ইনিংস পর পেলেন সেঞ্চুরি। টেস্টে এটি তার পঞ্চম শতক।
দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ১২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৮৭ রান। লিটন ১০৩ ও মিরাজ ৩০ রান নিয়ে ক্রিজে আছেন।
বৃহস্পতিবার সকালে সবাই অপেক্ষায় ছিলেন মুশফিকুর রহিমের সেঞ্চুরির। শততম টেস্ট খেলতে নামা অভিজ্ঞ ব্যাটার সেঞ্চুরি করে নাম লেখান এলিট ক্লাবে। যেখানে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে আগে থেকে ছিলেন কেবল ১০ জন।
ইতিহাস গড়া সেঞ্চুরির পর পরই অবশ্য আউট হয়ে যান এই ব্যাটার। ২১৪ বলে ৫ চারে ১০৬ রান করা মুশফিক ফেরেন ম্যাথু হ্যামফ্রিসের বলে। আচমকা লাফিয়ে উঠা বলে ব্যাট লাগিয়ে স্লিপে এন্ডি বালবার্নির দারুণ ক্যাচে পরিণত হন তিনি।
এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরেকটি দারুণ জুটি গড়েন লিটন। মুশফিকের সঙ্গে ১০৮ রানের জুটির পর এই জুটিও আছে শতরানের দিকে।


Comments