চোট কাটিয়ে অ্যাডিলেডে ফিরছেন কামিন্স

Pat Cummins

চোটের কারণে অ্যাশেজের প্রথম দুই টেস্ট পার্থ ও ব্রিসবেনে খেলতে পারেননি প্যাট কামিন্স। নিয়মিত অধিনায়ককে ছাড়াই অবশ্য দাপট দেখিয়ে দুই টেস্টেই জেতে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে তৃতীয় টেস্ট বড় সুখবর পেল দলটি। শতভাগ ফিট হয়ে ফিরেছেন কামিন্স।

বুধবার অ্যাডিলেড টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে একমাত্র পরিবর্তন হচ্ছে অধিনায়ক কামিন্সের ফিরে আসা। কামিন্স ফিরলেও আগের স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।

গত জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরে পিঠের নিচের দিকের চোটে পড়েন ৩২ বছর বয়েসী পেস অলরাউন্ডার কামিন্স। এর জেরে অ্যাশেজের প্রথম দুই টেস্টে তাকে পায়নি অস্ট্রেলিয়া। কোচ অ্যান্ড্র্যু ম্যাকডোনাল্ড বলেন, 'আমাদের মনে হচ্ছে সে সেরা প্রস্তুতি নিয়েই দলে ফেরত এসেছে।'

চোটে থাকা ও ছন্দ হারানো ওপেনার উসমান খাওয়াজাও জায়গা ধরে রেখেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় টেস্টে নামবে স্বাগতিক দল।

ব্রিসবেনে গোলাপি বলের টেস্টে সব পেসার নিয়ে নামলেও অ্যাডিলেডে একাদশে ফিরবেন অফ স্পিনার ন্যাথান লায়ন। অ্যাডিলেডের পর মেলবোর্নে বক্সিং ডে ও সিডনিতে হবে নিউইয়ার টেস্ট।

অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টার।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

5h ago