টি-টোয়েন্টিতে দ্রুততম পেসার হিসেবে মোস্তাফিজের ৪০০ উইকেটের মাইলফলক

ছবি: রংপুর রাইডার্স

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম পেসার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে রেকর্ড বইয়ে নাম লেখালেন।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে কাটার মাস্টার খ্যাত তারকা এই অনন্য উচ্চতায় পৌঁছান।

এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা মোস্তাফিজ গতকাল বৃহস্পতিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের পর ৩৯৯ উইকেটে দাঁড়িয়ে ছিলেন। মাইলফলক ছুঁতে তাই তার প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট। এদিন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আউট করার মাধ্যমে তিনি ৪০০ উইকেট ছোয়াঁর এই কীর্তি গড়েন।

মোস্তাফিজ টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট নিতে সময় নিয়েছেন মাত্র ৩১৫টি ম্যাচ। এর মাধ্যমে তিনি পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজকে (৩৩৫ ম্যাচ) ছাড়িয়ে পেসারদের মধ্যে দ্রুততম হওয়ার রেকর্ড গড়লেন।

এই সংস্করণে ৪০০ উইকেট শিকারে সামগ্রিকভাবে (পেসার ও স্পিনার মিলিয়ে) মোস্তাফিজ এখন বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার। তিনি দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরকে (৩২০ ম্যাচ) পেছনে ফেলেছেন। এই তালিকায় কেবল আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান তার উপরে আছেন, যিনি মাত্র ২৮৯টি ম্যাচে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মোস্তাফিজ মাত্র ১১তম বোলার হিসেবে ৪০০ উইকেট শিকারের অভিজাত ক্লাবে প্রবেশ করলেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের পর তিনি দ্বিতীয়, যিনি এই কীর্তি গড়লেন। বাঁহাতি স্পিনার সাকিব ২০২২ সালের বিপিএলে ক্যারিয়ারের ৩৫৩তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago