অবসর ভেঙে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন স্ট্যান্সনি

ছবি: বার্সেলোনা এক্স

বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। সেটা হয়ে গেল। অবসর ভেঙে বার্সেলোনায় যোগ দিলেন অভিজ্ঞ পোলিশ গোলরক্ষক ভোইচেখ স্ট্যান্সনি। চোটে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া মার্ক-আন্ড্রে টের স্টেগেনের শূন্যতা পূরণে তাকে দলে টানল স্প্যানিশ ক্লাবটি।

বুধবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে স্ট্যান্সনিকে চুক্তিবদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে চলতি মৌসুমের জন্য। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কাতালানদের ডেরায় থাকবেন ৩৪ বছর বয়সী গোলরক্ষক।

গত ২২ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে চোট পান টের স্টেগেন। প্রথমার্ধের যোগ করা সময়ে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে সরাসরি হাসপাতালে পৌঁছান তিনি। এরপর জানা যায়, ৩২ বছর বয়সী জার্মান গোলরক্ষকের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। পরদিনই তার অস্ত্রোপচার করা হয় তার পায়ে।

ঠিক কতদিন টের স্টেগেনকে মাঠের বাইরে থাকতে হবে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি বার্সেলোনা। তবে স্প্যানিশ গণমাধ্যম খবর অনুসারে, এই ধরনের গুরুতর চোট থেকে সেরে উঠতে আনুমানিক সাত থেকে আট মাস সময় লাগে। এর অর্থ হচ্ছে, গোটা মৌসুমই শেষ হয়ে গেছে বার্সা অধিনায়কের।

নিয়ম অনুযায়ী, টের স্টেগেনের জায়গায় ফ্রি এজেন্ট থাকা কোনো ফুটবলারকেই নিতে হতো কাতালানদের। এমন প্রয়োজনের মুহূর্তে অবসর ভেঙে এগিয়ে আসেন স্ট্যান্সনি। গত ২৭ আগস্ট সব ধরনের ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। এর দুই সপ্তাহ আগে পারস্পরিক সমঝোতায় ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের সঙ্গে চুক্তির ইতি টানেন।

পোল্যান্ডের জার্সিতে ৮৪ ম্যাচ খেলা স্ট্যান্সনির ক্লাব ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১৭ সাল থেকে সাত মৌসুম জুভেন্তাসের হয়ে মাঠে নেমে তিনটি সিরি আ শিরোপা জেতেন। এর আগে ইংলিশ ক্লাব আর্সেনালের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০০৯ সাল থেকে জুভেন্তাসে যোগ দেওয়ার আগ পর্যন্ত গানারদের পক্ষে খেলে দুটি এফএ কাপ জয়ের স্বাদ নেন।

একাদশে জায়গা পেতে স্ট্যান্সনিকে লড়াই করতে হবে ইনিয়াকি পেনিয়ার সঙ্গে। টের স্টেগেনের চোটের পর গত তিন ম্যাচে পেনিয়াই ছিলেন বার্সার গোলপোস্টের নিচে। গেতাফে ও ইয়াং বয়েজের বিপক্ষে ক্লিন শিট রাখলেও ওসাসুনার বিপক্ষে ৪ গোল হজম করেন তিনি।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

5h ago