চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ছিটকে গেলেন ভিনিসিয়ুস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। তাদের মাথাব্যথা আরও বাড়ল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র মাঠের বাইরে ছিটকে যাওয়ায়। প্রতিযোগিতার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে তিনি খেলতে পারছেন না।

সোমবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ভিনিসিয়ুসের চোটের বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল। সেখানে বলা হয়েছে, ২৪ বছর বয়সী তারকা বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন।

আগের রাতে লা লিগায় লিগানেসের মাঠে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে রিয়াল। সেখানে পুরোটা সময় ছন্দে থাকা খেলেন ভিনিসিয়ুস। প্রথমার্ধে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের গোলে অ্যাসিস্টও করেন তিনি। দ্বিতীয়ার্ধে সফরকারী লস ব্লাঙ্কোসের পক্ষে ব্যবধান বাড়ান ফেদেরিকো ভালভার্দে ও জুড বেলিংহ্যাম।

পরদিন ভিনিসিয়ুসের চোটের খবর জানাল চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। তবে তিনি কীভাবে চোট পেয়েছেন বা কতদিন মাঠের বাইরে থাকবেন তা জানানো হয়নি। স্প্যানিশ গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত এক মাসের জন্য ছিটকে যেতে পারেন তিনি।

বাংলাদেশ সময় অনুসারে আগামীকাল বুধবার দিবাগত রাত দুইটায় লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলতে নামবে রিয়াল। চার ম্যাচে দুটি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান পয়েন্ট তালিকার ১৮ নম্বরে। সমান ম্যাচ খেলে সবকটিতে জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে চূড়ায় রয়েছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানও অলরেডদের দখলে।

স্প্যানিশ গণমাধ্যমের শঙ্কা সত্যি হলে চলতি বছর আর রিয়ালের জার্সিতে দেখা যাবে না ভিনিসিয়ুসকে। সেক্ষেত্রে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে সাতটি ম্যাচ মিস করবেন তিনি। এবারের মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় আটটি ও চ্যাম্পিয়ন্স লিগে চারটি গোল রয়েছে তার নামের পাশে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago