এশিয়া কাপ ২০২৫

কেন একাদশে ছিলেন না তাসকিন?

ছবি: এএফপি

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিংরুমটা মিডিয়া সেন্টারের বেইসমেন্টে। লিফটে উঠে সেখান থেকে বেরিয়ে টিম বাস ধরছিলেন দুই দলের ক্রিকেটাররা। দুশমন্ত চামিরা, ভানিন্দু হাসারাঙ্গারা ছোট লিফটে কফিন টেনে বের হওয়ার বিড়ম্বনার মধ্যেও হাসি ঠাট্টায় মশগুল।

ঠিক তাদের পরেই বেরুলেন তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারিরা। স্বাভাবিকভাবেই চেহারা মলিন, শুকনো হাসিতে কেউ কেউ মাথা নাড়লেন। এই ম্যাচে তাসকিন নেই কেন অনেকেরই প্রশ্ন। তার কোন চোট নেই তো? সংবাদ সম্মেলনে জাকের আলি প্রসঙ্গ এড়িয়ে গেলেও তাসকিন নিজেই দেন জবাব, 'না ভাই, কোন ইনজুরি না। ঠিক আছি।'

শ্রীলঙ্কার বিপক্ষে কৌশলগত কারণেই খেলানো হয়নি তাসকিনকে। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২ উইকেট নিলেও তাসকিন দিয়েছিলেন ৩৮ রান। খুব একটা মন ভরানো বল করতে পারেননি।

জানা গেছে আবুধাবির মাঠের এক পাশ থেকে আসা বাতাসের সঙ্গে ঠিক মানাতে পারেননি ডানহাতি পেসার। সেই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে তার সাদামাটা পরিসংখ্যানও হতে পারে একটা কারণ। এই প্রতিপক্ষের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৯ ম্যাচে ১০ উইকেট নেওয়া তাসকিন ওভারপ্রতি রান দিয়েছিলেন নয়ের বেশি করে।

শরিফুল শ্রীলঙ্কার সফরে এক ম্যাচে ভালো বল করেন। ১২ রানে ২ উইকেট নিয়ে জয়ে অবদান রেখেছিলেন। লঙ্কানদের বিপক্ষে এবার তেমন কিছু করতে পারেননি। এশিয়া কাপের মঞ্চে নেমে ৩ ওভারে দেন ২৬। মোস্তাফিজুর রহমান ১ উইকেট নিলেও ৩ ওভারে দিয়ে দেন ৩৫ রান। আরেক পেসার তানজিম হাসান সাকিব শুরুতে এক ওভার করার পর বল পেয়েছেন অনেক পরে। শেষ দিকে ২ ওভারে ১ উইকেট নিলেও তখন ম্যাচে বাংলাদেশের কিছু ছিলো না।

বাংলাদেশকে হতাশ করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ১ ওভারে ১৮ রান দিয়েছেন তিনি, তার আর সাহস করে বল করতে আনেননি লিটন দাস। অবশ্য বোলারদের উপর দায় খুব বেশি চাপানোর উপায় নেই। বেশ ভালো উইকেটে বাংলাদেশ মূলত বিধ্বস্ত হয়েছে ব্যাটিং ব্যর্থতায়। আবুধাবির মাঠে টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে ১৩৯ রান করে ম্যাচ জেতা বেশ বাড়াবাড়ি চিন্তা। 

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

3h ago