মারুফাকে ‘বাড়তি চাপ না দিয়ে স্বাভাবিক’ রাখতে চায় বাংলাদেশ

Marufa Akter

পাকিস্তানের বিপক্ষে আইসিসি নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত বোলিং করে দলকে জয় এনে দিয়েছিলেন পেসার মারুফা আক্তার। দারুণ দুই ইনস্যুইং ডেলিভারিতে প্রথম ওভারেই গড়ে দিয়েছিলেন ম্যাচের ভাগ্য। তার সেই বলগুলোর ফুটেজ এরপর হয়েছে ভাইরাল, বিশ্ব তারকারাও প্রশংসায় মেতেছেন মারুফার।  ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগেও আলোচনায় বাংলাদেশের ডানহাতি পেসার। তবে দলের অন্যতম সেরা ভরসাকে বড় ম্যাচে চাপমুক্ত রাখতে চাইছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আজ আসামের গুয়াহাটিতে বিকেল সাড়ে তিনটায় শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে নিজেদের সহজাত খেলার দিকেই মনোযোগী থাকার কথা জানান জ্যোতি।

গতকাল সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, 'আমরা ওকে খুবই সাধারণ গেমপ্ল্যান দিতে চেষ্টা করি। সে সফল হোক বা না হোক, আমরা ওর উপর অতিরিক্ত চাপ দিই না।'

দরিদ্র পরিবার থেকে উঠে আসা মারুফার জীবন ছিলো সংগ্রামমুখর। ছোটবেলায় বাবার সঙ্গে ফসলের মাঠে হাল চাষও করতে হয়েছে তাকে। জ্যোতি জানান পরিশ্রমী মারুফার সরল স্বভাবের কথা, 'আমরা সবাই জানি ওর ছোটবেলা থেকে সংগ্রামের গল্পটা। খুব পরিশ্রমী মেয়ে, আর এখন সেই পরিশ্রমের ফল পাচ্ছে। প্রথম ম্যাচের পর অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি যতটা দেখেছি, এসব নিয়ে সে খুব একটা ভাবে না—তার শিশুসুলভ স্বভাবের জন্যই হয়তো।'

বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছিলো কলম্বোতে, এবার উত্তর পূর্ব ভারতে অনেকটা আলাদা কন্ডিশনে  ম্যাচ। দুই ভিন্ন ভেন্যু, দুই ভিন্ন প্রতিপক্ষের বাস্তবতা থাকলেও পাকিস্তান ম্যাচে পাওয়া জয়কে বিশ্বাসের টনিক করতে চায় বাংলাদেশ, যাতে তাকে আশা দিচ্ছে বোলিং বিভাগ, 'প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল; ভালো শুরু দলের মানসিকতা বাড়িয়ে দেয়। এই ধরনের টুর্নামেন্টে সাধারণত স্পিনাররাই প্রাধান্য পায়, কিন্তু মারুফা আমাদের দারুণ সূচনা এনে দিয়েছিল, আর স্পিনাররা মিলেমিশে আট উইকেট নিয়েছিল। বোলিং দিক থেকে আমরা ছন্দে আছি।'

আর ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, 'পাকিস্তানের বিপক্ষে আমাদের ব্যাটাররা আত্মবিশ্বাসী ছিল। সেই ইতিবাচক দিকগুলো আমরা পরের ম্যাচেও বজায় রাখতে চাই।'

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এবারও তাদের শক্তিশালী লাইনআপ বিবেচনায় কিছু পরিবর্তন হতে পারে বলে জানালেন জ্যোতি,  'আমরা স্বাভাবিক খেলাটা খেলতে চাই, তবে ইংল্যান্ডের বেশ কিছু ডানহাতি ব্যাটার থাকায় কিছু কৌশলগত বদল আনা হতে পারে। কন্ডিশন অনুযায়ী প্রয়োজনে অতিরিক্ত স্পিনার বা সিমার নেওয়া হতে পারে; ফারিহা তৃষ্ণাকে বিবেচনা করা হচ্ছে।'

অন্যদিকে ইংল্যান্ড অলরাউন্ডার চার্লি ডিন জানালেন, মারুফার সুইং সামলানোই তাদের প্রাথমিক লক্ষ্য, 'আমাদের মূল লক্ষ্য হবে মারুফার সুইং মোকাবিলা করা। এরপর স্পিনের বিপক্ষে সেট হয়ে যতটা সম্ভব লম্বা সময় ব্যাটিং করা—এভাবেই আমরা ম্যাচটা খেলতে চাই।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago