ধর্ষণ প্রতিরোধ ও বিচারের তিন দাবিতে ড্যাফোডিল শিক্ষার্থীদের বিক্ষোভ

ধর্ষণের প্রতিবাদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: স্টার

ধর্ষণ প্রতিরোধ ও বিচারের তিন দাবিতে বিক্ষোভ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

আজ দুপুর ১টার দিকে সাভারে খাগানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনের শাখা সড়কে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এসময় তারা তিনটি দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো- প্রতিটি পুলিশ স্টেশনে কুইক রেসপন্স টিম গঠন, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার এবং আগামী ২৪ সপ্তাহের মধ্যে প্রতিটি ধর্ষণের বিচার করতে হবে।

সেসময় 'নো মার্সি, হ্যাং দ্য রেপিস্ট, ডেলিভার জাস্টিস' লেখা ব্যানার নিয়ে মিছিল করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, বিশেষ করে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো অমানবিক ঘটনা বেড়েই চলেছে। আমরা এর কোনো প্রতিকার পাচ্ছি না। তাই নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে আমরা রাজপথে নেমে এসেছি। রাজপথেই আমাদের দাবি আদায় করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক এহেতাশেমুল হক হিতেন বলেন, 'সারাদেশে আমারদের মা-বোনদের ওপর যে নিপীড়ন হচ্ছে,  ধর্ষণের খবর পাচ্ছি একটার পর একটা, এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা সরকারকে এই আওয়াজটা দিতে চাই যে, আপনারা রেপিস্টদের বিরুদ্ধে এখনই সিরিয়াস হোন। ধর্ষণের বিচার ও ধর্ষকদের গ্রেপ্তারে যদি ডিলে হতে থাকে, তাহলে ধর্ষণ থামবে না।'

সরকার অতিদ্রুত তাদের তিনটি দাবি মেনে নেবেন বলেও আশা প্রকাশ করেন এই শিক্ষক।

Comments

The Daily Star  | English
Local gold price hiked

Gold hits all-time high

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 181,487

53m ago