ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, সংগ্রহ করতে হবে সশরীরে

ducsu
ডাকসু ভবন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

আজ মঙ্গলবার ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসিমউদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনয়নপ্রার্থীদের সশরীরে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ১৮ আগস্ট এবং জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বিকেল ৩টা। 

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নওয়াব আলী সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

হল সংসদ নির্বাচনের মনোনয়নপ্রার্থীদের নিজ নিজ হলের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করতে হবে। এর সময়সূচিও একই।

এতে আরও বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি ২০২৫ অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো ধরনের সমাবেশ বা মিছিল করা যাবে না এবং সর্বোচ্চ পাঁচজন সমর্থক প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন।

এছাড়া, যদি ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর চূড়ান্ত ভোটার তালিকায় বহিষ্কৃত বা কোনো মামলার আসামি শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকে, তবে প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'যেসব শিক্ষার্থীর নাম মামলায় অন্তর্ভূক্ত করা হয়েছে বা যারা অপরাধী হিসেবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং যাদের বিরুদ্ধে অংশীজনরা অভিযোগ দিয়েছে সিন্ডিকেট সভার মাধ্যমে তাদের সাময়িকভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না রাখার সিদ্ধান্ত হয়েছে। এর বাইরেও আমলযোগ্য মামলায় যারা যুক্ত আছে তারাও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, ভোটার তালিকায় রাখা যাবে না।'

 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago