জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, সময় বাড়ানোর আবেদন ছাত্রদলের

জাকসু নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। 

আজ সোমবার প্রথম দিন জাকসুর জন্য ৪৬ জন এবং হল সংসদের জন্য ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম বিকেল ৫টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান।

আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার শেষ দিন।

তবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদল অবশ্য মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা ২ দিন বাড়াতে কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই দাবিকে সমর্থন করেছে বলে জানা গেছে।

গত ১০ আগস্ট জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ১৮ ও ১৯ আগস্ট মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে। যাচাই-বাছাই ২১-২৪ আগস্ট। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ২৫ আগস্ট।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৯ আগস্ট এবং ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানোর বিষয়ে অধ্যাপক রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, 'আমরা স্মারকলিপি পেয়েছি। আজ রাতে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।'

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এখনো প্যানেল চূড়ান্ত করিনি। দলের সবার সঙ্গে আলোচনার পর জাকসু ও হল সংসদের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করব।'

জাবি ছাত্র ইউনিয়নের দুটি অংশ এবং বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনও প্যানেল প্রস্তুত করছে বলে জানা গেছে। 

 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago