ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার অপেক্ষা, সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের ভিড়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে।
এদিকে ফলাফল জানার অপেক্ষায় সিনেট ভবনের ভেতরে ও বাইরে ভিড় করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দিবাগত রাতে সিনেট ভবনের ভেতর থেকে অনেকে বেরিয়ে এলেও তারা বাইরে অপেক্ষা করতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ভোট গণনা প্রায় শেষের দিকে। যেকোনো মুহূর্তে ফলাফল ঘোষণা করা হতে পারে।
Comments