চাকসু নির্বাচন: ১৪ এলইডি স্ক্রিনে দেখানো হবে ভোটগ্রহণ
ডাকসু নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে ১৪টি এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে কার্যক্রম।
চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'মানুষ আসলে ভোটকেন্দ্রে ঢুকতে চায় কেন্দ্রের ভেতরে কী হচ্ছে তা দেখতে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষার্থী কাকে ভোট দিচ্ছে তা ছাড়া বাকি সবকিছুই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এলইডি স্ক্রিনে দেখানো হবে। এতে সব ধরনের বিভ্রান্তি দূর হবে।'
ডোপ টেস্টে পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল
চাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী সব প্রার্থীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে ডোপ টেস্ট। কোনো প্রার্থী এতে পজিটিভ হলে তার প্রার্থিতা বাতিল করা হবে।
ভোট হবে অনুষদে, গণনা হবে ওএমআরে
চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে। আবাসিক হলে কোনো ভোটকেন্দ্র থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের মতোই ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতে। কোন হলের শিক্ষার্থীরা কোন অনুষদ ভবনে ভোট দেবেন, তা পরে জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আচরণবিধি প্রকাশ
গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আচরণবিধি প্রকাশ করা হলেও পরে সাংবাদিকদের সঙ্গে এবং শিক্ষার্থীদের মতবিনিময় সভায় নির্বাচন কমিশন বিস্তারিত তথ্য তুলে ধরে।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছরের অচলাবস্থা কাটিয়ে আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু ও হল সংসদ নির্বাচন।


Comments